ভোলার লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির বার্ষিক পরীক্ষা-২০২৪ এর ফলাফল প্রকাশ, মেধা পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১ টায় কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে কলেজ কর্তৃপক্ষ অভিভাকদের হাতে শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার রেজাল্ট কার্ড তুলে দেন। লালমোহন সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইকবাল হোসেন মামুনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ শ্রীবাস চন্দ্র দে। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।