গতকাল দুপচাঁচিয়া উপজেলায় সাকিব আলী নামে এক ছেলেকে প্রকাশ্যে দিবালোকে মারপিটের প্রতিবাদে ও দোষী ব্যবসায়ী ফেরদৌস আলী ও তার সহযোগীর শাস্তির দাবিতে পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। জানা গেছে, উপজেলা সদরের ডিমশহর দক্ষিণপাড়া গ্রামের বকুল হোসেনের ছেলে সাকিব আলী(১৫) গত শনিবার সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় রিপন হোটেলের সামনে দিয়ে বাড়ি যাচ্ছিলো। এসময় রং সাইড দিয়ে মার্সেল শোরুমের স্বত্বাধিকারী ছোট জয়পুরপাড়ার ফেরদৌস আলী(৫০) তার সঙ্গী সহ যাচ্ছিলেন। সাকিব রং সাইড দিয়ে যেতে নিষেধ করলে ফেরদৌস হোসেন ও তার সাথে থাকা নিরব তালুকদার ক্ষিপ্ত হয়ে উঠে এবং সাকিবকে অকথ্য ভাষায় গালিগালাজ এর এক পর্যায়ে এলোপাথারি চর-থাপ্পর কিল ঘুশি মারে। এতে তার বাম চোখের উপরের ভ্রুতে আঘাত পেয়ে গুরুত্বর রক্তাক্ত যক্ষম হয়। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে দুপচাঁচিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে ভর্তি করে। এ বিষয়ে সাকিব আলী নিজেই বাদী হয়ে ব্যবসায়ি ফেরদৌস আলী সহ তার সহযোগী নিরব তালুকদারের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার দু’দিন পরেও দোষীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ না করায় এলাকাবাসীর ব্যানারে ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পৃথক ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এদিন সকালে এলাকাবাসির ব্যানারে সিও অফিস বাসস্ট্যান্ড চত্বরে প্রেসক্লাবের সামনে প্রায় ঘন্টাব্যাপি মানববন্ধন চলাকালিন সময়ে বক্তব্য রাখেন, মোহাম্মদ আলী স্বপন, মোবাইদুল নবী তিতাস, মেহেদী হাসান, ইব্রাহীম আলী, সিয়াম, রাশেদুজ্জামান রাকিব, সুজন ও নাঈম প্রমুখ। অরপ দিকে একই দাবিতে বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সিও অফিস বাসস্ট্যান্ড শহীদ মুনির চত্বরে পৃথক ভাবে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এসময় বক্তব্য রাখেন, হাবিবুর বাশার, নাজমুস শাকিব, আবু তালহা, রফিকুল ইসলাম ও ছেলের বাবা বকুল পাং প্রমুখ। পৃথক দুটি মানববন্ধন থেকেই বক্তারা ২৪ ঘন্টার মধ্যে ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন।