বড়দিনের সরকারী ছুটিকে কেন্দ্র করে পটুয়াখালী কুয়াকাটা সমুদ্র সৈকতে ভিড় জমিয়েছে হাজারো পর্যটক। বুধবার সকাল থেকে এসকল পর্যটকদের আগমন ঘটে। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে নেচে গিয়ে আনন্দ উন্মাদনায় মেতেছেন। কেউবা আবার সৈকতের বেঞ্চিতে বসে উপভোগ করছেন প্রাকৃতিক সৌন্দর্য্য। কেউবা ঘুরছেন ঘোড়ায়। রাজশাহী থেকে আগত পর্যটক মো. কাওসার আহম্মেদ বলেন, অনেক পর আমি কুয়াকাটা এসেছি বড়দিনের ছুটি পেয়ে আমি আমার পরিবার নিয়ে ঘুরতে এসে নিজেকে আনদন্দিত মনে করেছি। পরিবার মাঝে সময় দিতে পেরে আমার খুব ভাল লগেছে। এখানের পরিবেশটাও শীতের আমাজে ভাল লাগছে। বিশেষ করে কুয়াকাটায় দুইটা দিকে উপোভোগ করা যায়। সুর্য্যদয় এবং সুর্য্যস্ত তাছাড়া আরো পেয়েছি হোটেলের বিশেষ ছাড়। পর্যটনক্ষ্যত কুয়াকাটার সৈকতে বাড়তি পর্যটকদের আনাগোনায় বিক্রি বেড়েছে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে। বুকিং রয়েছে কুয়াকাটার অধিক হোটেলে মোটেলের অধিকাংশ কক্ষ। শীত মৌসুমে এভাবে বিভিন্ন দেশের পর্যটকের আগমন থাকলে পিছনের লোকসান কাঠিয়ে উঠতে পারবেন বলে জানিয়েছে ব্যবসায়ীরা। আগত পর্যটকদের সার্বিক নিরাপত্তায় মাঠে কুয়াকাটার টুরিস্ট পুলিশ ও থানা পুলিশের তৎপরতা লক্ষ্য করা গেছে।