গাজীপুরের কালীগঞ্জে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে উপজেলার বিভিন্ন খ্রীস্টান ধর্মপল্লীর লোকজনের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন, গাজীপুর জেলা প্রশাসন, পুলিশ ও কালীগঞ্জ উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ। বুধবার (২৫ ডিসেম্বর) সকালে তুমিলিয়া ধর্মপল্লীতে গাজীপুর জেলা বিএনপির সভাপতি এ কে এম ফজলুল হক মিলন খ্রীস্টান নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এ সময় একেএম ফজলুল হক মিলন ছাড়াও এ সময় তুমলিয়া ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার যাকোব স্বপন গমেজ, সিস্টার মেরী ক্রিস্টিনা, বিএনপি নেতা মনিরুজ্জামান খান লাভলু, মাসুদ রানা, শাহাবুদ্দিন, মেজবাহ উদ্দিন, আব্দুল বাছেদ বাচ্চুসহ উপজেলা, পৌর, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং খ্রিস্টান সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শুভেচ্ছা বিনিময়কালে সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেন, বড়দিনের আনুষ্ঠানিকতাই আমাদের মূল দায়িত্ব নয়। খ্রীস্টান ধর্মাবলম্বীরা যেন সুন্দরভাবে বসবাস করতে পারে এবং তারা যেন নিজেদের কখনো সংখ্যালঘু মনে না করে সে ব্যাপারেও দৃষ্টি রাখতে হবে। তুমিলিয়া ধর্মপল্লী ছাড়াও তারা উপজেলার ৫টি ধর্মপল্লীর ফাদারও খ্রীস্টান নেতৃবৃন্দর সাথে মত বিনিময় করেন। এর আগে মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার নাগরী ইউনিয়নের মঠবাড়ি ধর্মপল্লী পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর জেলা পুলিশ সুপার (এসপি) ড. চৌধুরী মো: জাবের সাদেক, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রবিউল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেল) মো. আসাদুজ্জামান, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন। অন্যদিকে বিকেলে উপজেলার নাগরী ইউনিয়নের সেন্ট নিকোলাস ধর্মপল্লী পরিদর্শন ও খ্রিস্টান ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন গাজীপুর স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (ডিডিএলজি) মো. ওয়াহিদ হোসেন, কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরী তাসমিন ঊর্মি।