পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলা প্রশাসনের আয়োজনে এবং ক্রীড়া সংস্থার সহযোগিতায় বুধবার গলাচিপা ফেরিঘাট মিনি স্টেডিয়ামে সকাল ১০ টায় ঢাকা যাত্রাবাড়ি ক্রিকেট একাডেমী বনাম গলাচিপা ওয়ারিয়ার্স এর মাধ্যমে ৩টি ৫০ ওভারের (অডিআই) ও ২টি টি-২০ ম্যাচ খেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সাংস্কৃতিক ব্যক্তিত্ব জনাব মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন। অনুষ্ঠান পরিচালনা ও স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু বকর শিবলী। উদ্বোধন শেষে ক্রীড়ামোদী খেলোয়ারদের সাথে পরিচয় পর্ব শেষে খেলা উদ্বোধন করেন প্রধান অতিথি মিজানুর রহমান। খেলা উপভোগ করতে মাঠে যুব, ক্রীড়ামোদী তারুণ্য ভীর জমায়। উল্লেখ্য যে, এই প্রথম সরকারিভাবে ক্রিকেট খেলাতে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায়ে তুলে ধরতে ৫ দিন ব্যাপী ক্রিকেট ম্যাচের আয়োজন করায় প্রেসক্লাব সহ বিভিন্ন সামাজিক সংগঠন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানায়।