বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাবেক চেয়ারম্যান শিবলী রুবাইয়াত উল ইসলামকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দুর্নীতি দমন কমিশনের একটি মামলায় তাকে গ্রেফতার করার তথ্য জানিয়েছে পুলিশ। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার (ডিবি) নাসিরুল ইসলাম বিবিসি বাংলাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘তাকে দুদকের একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। দুদক আজকেই তাকে আমাদের কাছ থেকে বুঝে নিচ্ছে। ইতোমধ্যেই আমাদের এখানে প্রক্রিয়া চলছে।’ গতকাল বুধবারই শিবলী রুবাইয়াত উল ইসলামকে আদালতে সোপর্দ করা হবে কি না এমন প্রশ্নে এই পুলিশ কর্মকর্তা জানান, ‘দুদক আমাদের কাছ থেকে বুঝে নেয়ার ২৪ ঘণ্টার মধ্যে আদালতে দেবে আমি যেটা বুঝি।’ সূত্র : বিবিসি