সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৫:৫৮ পূর্বাহ্ন

হযরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান ভা-ারীর ৮৯ তম ওরশ শরীফ

আলমগীর নিশান (ফটিকছড়ি) চট্টগ্রাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

উপ মাহাদেশের আধ্যাত্মিক সাধনার প্রাণকেন্দ্র চট্টগ্রাম ফটিকছড়ি মাইজভা-ার দরবার শরীফের অন্যতম প্রাণপুরুষ ও ত্বরিকাযে মাইজভা-ারীয়ার পূর্ণতা দানকারী হযরত গাউসুল আজম শাহ সুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবাভা-ারীর (ক:) ৮৯তম ওরশ শরীফ মাইজভা-ার দরবার শরীফে শেষ হয়েছে। ওরশ শরীফ উপলক্ষে আগত লাখো লাখো আশেক ভক্তের উপস্থিতিতে মাইজভা-ার দরবার শরীফ ছিল মুখরিত। ভক্ত আশেকানদের ফরিয়াদ, জিকির, কোরআন তেলাওয়াত, ওয়াজ মিলাদ ক্বিয়ামে পুরো মাইজভা-ার শরীফে বেহেশতী আমেজ ছড়িয়ে পড়ে। ৫ এপ্রিল, ২২ চৈত্র, শনিবার ওরশ শরীফের প্রধান দিবসের প্রথম প্রহরে বাবাভা-ারী (ক:) রওজা জিয়ারত ও গিলাপ ছড়ানোর মধ্য দিয়ে ওরশ শরীফের প্রধান দিবসের কার্যক্রম শুরু হয় ও রাতে আখেরি মোনাজাত এবং তবারুক বিতরণের মধ্য দিয়ে শেষ হয়।গিলাপ ছড়ানোর সময় উপস্থিত ছিলেন গাউছিয়া রহমান মঞ্জিলের আওলাদে পাকগণের মধ্যে শাহজাদা সৈয়দ মহিবুল বশর আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ মিশকাতুন নূর আল মাইজভা-ারী,শাহজাদা সৈয়দ আফতাবুল বশর আল মাজভা-ারী,শাহজাদা সৈয়দ মাহতাবুল বশর আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ জোবায়ের আহমদ আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ নজরুল হুদা আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ নাজিমুদ্দীন আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ মিফতাহুর নুর আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ ফাহিম আল মাইজভা-ারী, শাহজাদা সৈয়দ আরাফ আল মাইজভা-ারী শাহজাদা সৈয়দ মাসুক মইনুদ্দীন প্রমুখ।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com