মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পরাণধর, মুন্সীবাজার এলাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ খয়রুন নেছা হাফিজিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। খতমে কোরআন, খতমে খাজেগান এর মাধ্যমে ২৫ ডিসেম্বর বেলা ২.০০ ঘটিকা হইতে মধ্যরাত পর্যন্ত মাহফিল চলে। ওয়াজ মাহফিলে সভাপতি মন্ডলীগণ হযরত মাওঃ মনির উদ্দিন সাহেব, খলিফায়ে ফুলতলী, লুৎফুর রহমান মামুন সভাপতি, অত্র মাদ্রাসা, প্রকৌশলী নাহিদ আহমেদ তরফদার চেয়ারম্যান ৩নং মুন্সিবাজার ইউনিয়ন পরিষদ, শফিকুর রহমান মেম্বার, সেক্রেটারি অত্র মাদ্রাসা, মাওলানা নজরুল ইসলাম, সাবেক সুপার অত্র মাদ্রাসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতলী, গবেষক, এরফোর্ট বিশ্ববিদ্যালয়, জার্মানী। পরিচালক, তায়্যিবা ফাউন্ডেশন, সিলেট, বিশে অতিথি হিসেবে বয়ান পেশ করেন হযরত মাওলানা নুরুল আমিন আনোয়ারী, রবিরবাজার, হযরত মাওলানা কাজী আলম চৌধুরী, সুপার, আহমদনগর দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা জামিল আহমদ জামালী সুপার, চারিকাটিবাচক সুন্নিয়া হাফিজিয়া, প্রধান বক্তা মাওলানা মুফতি মানজুর হোসাইন, প্রিন্সিপাল আন নুর মাদ্রাসা ঢাকা, আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওঃ আবু বক্কর সিদ্দিক জিয়াব সাধারণ সম্পাদক, লতিফিয়া দ্বারী সোসাইটি, কমলগঞ্জ, মোহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী ফিল্ড সুপারভাইজার, ইসলামিক ফাউন্ডেশন, কমলগঞ্জ, হযরত মাও. আব্দুল বাছিত আশিকী মৌলভীবাজার, আলহাজ্ব ক্বারী আলাউর রহমান, সভাপতি, আহমদনগর হাফিজিয়া মাদ্রাসা, হযরত মাওঃ তরাজুল ইসলাম সহকারী শিক্ষক, আহমদ নগর দাখিল মাদ্রাসা, হযরত মাওঃ আব্দুল আজিজ সদস্য, ২নং ওয়ার্ড- ৩নং মুন্সীবাজার ইউনিয়ন পরিষদ, সাইদুল হোসাইন ফয়ছল, সুপার (ভারপ্রাপ্ত), অত্র মাদ্রাসা। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।