বর্তমান সরকারের যুব-মন্ত্রনালয়ের আয়োজনে সারে দেশে তারুণ্যের উৎসব আয়োজনে আগামী ৩০ শে ডিসেম্বর/২৪ থেকে ১৯ শে ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন ইভেন্টে নানা কর্মসূচী সামনে রেখে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, ক্রীড়া সাংস্কৃতিক সংগঠন এবং বিভিন্ন তারুণ্য সংগঠনের প্রতিনিধি নিয়ে বৃহস্পতিবার বেলা ১১ টায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আসাদুর রহমান, সিনিয়র মৎস্য অফিসার মোঃ জহিরুন্নবী, উপজেলা গণঅধিকার পরিষদের আহবায়ক মোঃ হাফিজুর রহমান, জামায়েত ইসলামী বাংলাদেশে উপজেলা আমির ডাঃ জাকির হোসেন, পটুয়াখালী জেলা গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মোঃ মহিবুল্লাহ, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সগির হোসেন, প্রেসক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন প্রমুখ। প্রস্তুতিমূলক সভায় তারুণ্যের উৎসব/২৫ শিক্ষা-ক্রীড়া-সংস্কৃতি, বই মেলা, পরিবেশ পরিচ্ছন্ন, প্লাস্টিক পণ্য বর্জন, নো-ওয়েস্ট প্রতিযোগিতা সহ নানা কর্মসূচী নেয়া হয়েছে। সকল প্রতিযোগিদের জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে পুরস্কৃত করা হবে বলে প্রস্তুতি সভায় ইউএনও অভিমত ব্যক্ত করেন।