শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০৬:২৬ অপরাহ্ন

মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন

খালিদুজ্জামান মুন্সী মুকসুদপুর
  • আপডেট সময় রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪

গোপালগঞ্জের মুকসুদপুরে আন্তঃনগর ট্রেন স্টেশনের দাবিতে সর্বদলীয় মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় মুকসুদপুরের কলেজ মোড়ে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন কর্মসূচী পালন করে মুকসুদপুর এলাকার মানুষ। গোপালগঞ্জ জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদলের উদ্যোগে মানববন্ধনে বিএনপি, জামায়াত, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনসহ ইসলামিক দল গুলোর নেতা-কর্মীরা অংশ নেন। মুকসুদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, গোপালগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি মোঃ সুলাইমান সিদ্দীক বাদল, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মিন্টু, খেলাফত মজলিসের জেলা সহ সভাপতি মাওলানা জাহিদ আল মাহমুদ, উপজেলা জামায়াতের প্রচার সম্পাদক আলী আকবর, পৌর জামায়াতের সাধারন সম্পাদক আবু তালেব, ইসলামী আন্দোলনের নেতা মাওলানা ফরহাদ, পশারগাতী ইউনিয়ন জামায়াতের সভাপতি মামুনুর রশীদ, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, জামায়াত নেতা হাফেজ শিহাব উদ্দিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দীন আহম্মেদ মিন্টু শরীফ। মানববন্ধনের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান বক্তব্যে বলেন, সারা দেশে রেলের ষ্টপেজে রেল থামলেও মুকসুদপুরে থামেনা। আমরা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করেছি। আগমাী ২৪ ঘন্টার মধ্যে যদি মুকসুদপুরের ষ্টেশনে ট্রেন না থামে তাহলে মুকসুদপুরবাসীকে নিয়ে এর থেকে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেয়া হবে। উল্লেখ্য, ঢাকা-খুলনা, ঢাকা-বেনাপোল আন্তঃনগর রেল মুকসুদপুর রেল স্টেশনে যাত্রা বিরতি না করে কাশিয়ানী রেল জংশনে গিয়ে যাত্রা বিরতি করে।এতে শুধু গোপালগঞ্জের মুকসুদপুরের যাত্রী সাধারনই নয় পার্শ্ববতী ফরিদপুরের সালতা, নগরকান্দা উপজেলার যাত্রী সাধারন রেল যাত্রার সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com