বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা গতকাল বুধবার বেলা ২টার দিকে ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অডিটরিয়ামে পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে এ আলোচনা সভা শুরু হয়। এরপর সব গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করেন নেতাকর্মীরা।
এর আগে জাতীয় পতাকা ও সংগঠনটির পতাকা উত্তোলন এবং পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রদলের কেন্দ্রীয় নেতারা। পরে দলটির পক্ষ থেকে শোক প্রস্তাব পাঠ ও সাংগঠনিক রিপোর্ট পেশ করা হয়। এতে সংগঠনটির ব্যাপক নেতাকর্মী উপস্থিত হয়েছেন।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করছেন রাকিবুল ইসলাম রাকিব। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।