জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা- আমানসিম সাওতুল কোরআন- ২০২৫, সিজন-৯ এর ঢাকার অডিশন অনুষ্ঠিত হলো । ৩১ ডিসেম্বর ২০২৪ মঙ্গলবার, ইসলামীক ফাউন্ডেশন অডিটোরিয়াম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম-এ অডিশন গ্রহণ সম্পন্ন হয়। অডিশনে বিচারকের দায়ীত্ব পালন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্মন্ন ক্বারী আবু সালেহ মুহাম্মদ মুসা এবং আন্তর্জাতিক পুরষ্কারপ্রাপ্ত ক্বারী আবুজর গিফারী।
বিচারকদের সূক্ষ বিচার বিশ্লেষনে শ্রেষ্ঠ ২০জন প্রতিযোগিকে ইয়েস কার্ড প্রদানের মাধ্যমে বাছাই করে নেয়া হয় জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতার জন্য। এছাড়াও ১২জন প্রতিযোগিকে অপেক্ষমান তালিকায় রাখা হয়। প্রজাপতি মিডিয়া লিমিটেডের প্রযোজনায় সাওতুল কোরআন পুরো রমজান মাস জুড়ে এস.এ টিভিতে সম্প্রচারিত হবে। জাতীয় পর্যায়ে চুড়ান্ত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ৩ লাখ, দ্বিতীয় ২লাখ, তৃতীয় স্থানকারী ১ লাখ এবং চতুর্থ স্থানকারী পাবে নগদ ৫০ হাজার টাকা। এছাড়া চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সবার জন্য থাকবে সম্মাননা ও গিফট হ্যাম্পার।