জয়পুরহাটের পাঁচবিবিতে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান গত শনিবার রাত ৮টায় বালিঘাটা ইউনিয়নের খাসবাগুড়ী গ্রামে অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে কদমতলী ক্লান্তপথিক ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান রাসেল। সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, থানা বিএনপি’র সাবেক সভাপতি ও কুসুম্বা ইউনিয়ন পরিষদের সাবেক চেযারম্যান মোঃ আব্দুল গফুর মন্ডল। বিশেষ অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শামীম হোসেন মন্ডল, থানা বিএনপি’র সাবেক যুগ্ম সম্পাদক অধ্যক্ষ নওশাদ আলী মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমান, পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির সম্পাদক ওয়াজেদ আলী স্বপন, ইউ,পি সদস্য ও বিএনপি নেতা আবু হোসেন, ইউনিয়ন বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান মামুন, ক্লাবের সদস্য জনি হোসেন ও হাফিজুল ইসলাম প্রমুখ। শেষে বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগীতায় অংশগ্রহণকারী বিজয়ী খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। ২য় পর্বে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নাচ ও আবৃত্তি পরিবেশন করে স্থানীয়সহ বিভিন্ন জেলার শিল্পীবৃন্দ।