ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে ৫ জন শহীদ পরিবার ও ১৭ জন আহতদের মাঝে ওই আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার এরশাদুল আহমেদ। শহীদ ৫ পরিবারকে ১৫ হাজার করে টাকা এবং আহত ১৭ জনকে ৩ হাজার করে টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি ও ঈশ্বরগঞ্জ পৌর প্রশাসক ইকবাল হোসাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওবায়দুর রহমান, উপজেলা সমাজসেবা অফিসার হাসান কিবরিয়াসহ ছাত্র সমন্বয়ক ও সাংবাদিকবৃন্দ।