রবিবার, ১২ জানুয়ারী ২০২৫, ০৪:৪১ পূর্বাহ্ন

বদলগাছীতে বিএনপির সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভা

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১১ জানুয়ারী, ২০২৫

নওগাঁর বদলগাছীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বদলগাছী সদর ইউনিয়ন শাখা এবং এর অঙ্গসংগঠনের আয়োজনে সম্প্রীতি সমাবেশ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুল মাঠে বেলা ২ টায় ইউনিয়ন বিএনপির সভাপতি রবিউল হাসান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস.এম তরিকুল ইসলাম হালিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সম্প্রীতি সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এবং উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী, সহ-সভাপতি রেজাউন্নবী স্যান্ডো, যুগ্ম- সাধারণ সম্পাদক বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান কেটু, সাংগঠনিক সম্পাদক মামুন হাসান, বালুভরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল এমরান হোসেন, মহিলা দলের সভানেত্রী শাম্মী আক্তার, যুবদলের আহবায়ক মেসবাউল ইসলাম রাজা প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ফজলে হুদা আকন্দ বাবুল বর্তমান সরকারকে লক্ষ্য করে বলেন, দ্রুত নির্বাচন দিন। নির্বাচিত সরকার সকল সংস্কার সম্পন্ন করবে। নির্বাচিত সরকার ক্ষমতায় আসলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আসবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com