সোমবার, ১৩ জানুয়ারী ২০২৫, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম ::
কৃষকের আশার আলো কালীগঞ্জে ‘সমলয়’ পদ্ধতিতে বোরো ধান চাষে বাড়ছে আগ্রহ কমলগঞ্জে গরিব ছাত্রছাত্রীদের মেধা বৃত্তি প্রদান রূপসী শেরপুর স্বেচ্ছাসেবী সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি জলঢাকায় বিএনপির বিক্ষোভ সমাবেশ নগরকান্দায় বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত ২, আহত ২৫ পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছিল-ডা. মাজহার গত ১৫ বছর গণমাধ্যম সাদাকে সাদা এবং কালোকে কালো বলতে পারে নি-বিএফইউজের মহাসচিব কাদের গনি শহীদ নূর আলী কলেজে নবীনবরণ উৎসব উলিপুরে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শরণখোলা সরকারি ডিগ্রি কলেজে পিঠা উৎসব : তিন লক্ষাধিক টাকার পিঠা বিক্রি

সলঙ্গায় বিএনপি নেতা আব্দুল আলীম লিডারশীপ অ্যাওয়ার্ডে ভূষিত

স্টাফ রিপোর্টার সিরাজগঞ্জ :
  • আপডেট সময় রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জের সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল আলীম সরকার লিডারশীপ অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত হয়েছেন। গত শনিবার বিজয়নগর রিপোটার্স ইউনিট ঢাকায়“মাওলানা আব্দুল হামিদ খাঁন ভাসানীর কর্মময় জীবন”শীর্ষক আলোচনা সভা,সম্মাননা ও শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তাঁকে লিডারশীপ অ্যাওয়ার্ড সম্মাননায় ভূষিত করা হয়েছে। উক্ত সম্মাননা অনুষ্ঠানে জেলা বিএনপির শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক ও সলংগা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার কে (লিডারশীপ অ্যাওয়ার্ড) সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া। রাজনৈতিক জীবনে আব্দুল আলীম সরকার একজন স্বচ্ছ রাজনৈতিক নেতা। তিনি দলের দুঃসময় থেকে অদ্যাবধি পর্যন্ত বিএনপির রাজনীতিকে দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধের মহা নায়ক, সেক্টর কমান্ডার, স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম) এর তৈরি বিএনপিকে জনগণের মধ্যে প্রচারের জন্য সর্বদা কাজ করে যাচ্ছেন। যার ফলশ্রুতিতে সহ্য করতে হয়েছে আওয়ামী দুঃশাসনের নানা ধরনের নির্যাতন। ২২ সালের রাজশাহী বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষে সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর নেতৃত্বে ২৭শে নভেম্বর-২২সালে কামারখন্দে লিফলেট বিতরণ কালে আব্দুল আলীম সরকার আওয়ামী সন্ত্রাসী হামলার স্বীকার হয়েছে। এবং তার ব্যবহৃত গাড়ী ভাংচুর করা হয়। যেখানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সুইট, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস সহ উপস্থিত ছিলেন জেলা, উপজেলা, থানা ও ইউনিয়ন পর্যায় সহ সকল ইউনিটের শীর্ষ স্থানীয় নেতা কর্মী। শুধু সেখানেই সীমাবদ্ধ নয়, রাজশাহী বিভাগীয় সমাবেশে যাত্রা পথে ঢাকা সহ সিরাজগঞ্জ একাধিকবার গ্রেফতার করা হয় এই নেতাকে। মাথার উপর চাপিয়ে দেয়া হয়েছে একাধিক মিথ্যা মামলার বোঝা। বিগত আন্দোলন সংগ্রামে আব্দুল আলীম সরকারের অবদান ছিলো অতুলনীয়। সলংগায় সরকার পতনের আন্দোলন কে বেগমান করার জন্য অগ্রণী ভূমিকা রেখেছেন এই নেতা। সুতরাং দলের জন্য আব্দুল আলীম সরকার এর ত্যাগ ও সুদক্ষ নেতৃত্বের রয়েছে বীরগাঁথা ইতিহাস।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com