শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে সুসংগঠিত করতে হবে এমনটায় মন্তব্য করেছেন লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক নাজমুল মোস্তফা আমিন। বাংলাদেশ জাতীয়তাবাদি দল (বিএনপি) ঘোষিত রাষ্ট্র কাঠামো গঠনে ৩১দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে উপজেলার পুটিবিলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে ইউনিয়ন পরিষদের পার্শ্বে মাঠে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। নাজমুল মোস্তফা। তিনি আরো বলেন এদেশের ১৮ কোটি জনগণ অনেকদিন ধরে ভোটারের অধিকার থেকে বঞ্চিত ছিল।বিএনপি চায়, একটি সুস্থ নির্বাচন। দ্রুত নির্বাচনের কোন বিকল্প নেই। আপনার এলাকার দেশবিরোধী কর্মকা- দেখলে এলাকাবাসীকে প্রতিরোধ গড়ে তুলুন। তিনি আরও বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের কথা, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ত্যাগের কথা এলাকায়, পাড়ায় ও ইউনিয়নে বেশি বেশি করে প্রচার করতে হবে। জাতীয়তাবাদী দলের পক্ষে শক্তিশালী আওয়াজ তুলুন। দলকে সুসংগঠিত করার কোন বিকল্প নেই। পুটিবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইদ্রিস সিকদারের সভাপতিত্বে পুটিবিলা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব দেলোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষে অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহেদুল আনোয়ার, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম, চট্টগ্রাম দক্ষিণ জেলা ওলামা দলের আহ্বায়ক মুজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, আবু সাঈদ টিটু, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমদ। অনুষ্ঠানে চরম্বা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহা আলম, আমিরাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলাম, পদুয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম, লোহাগাড়া সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর আলম, উপজেলা বিএনপির সদস্য আবুল হাশেম, অ্যাডভোকেট এহেছানুল হক, মোস্তফিজুর রহমান, মাহবুবুর রহমান, নুরুল আলম, বিএনপি নেতা মো. ইসমাঈল, নাছির উদ্দিন, মমতাজুর রহমান, আনোয়ারুল হক, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক আরফাত হোসেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব আবু তালেব রুবেল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফারুকুর রশিদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব রমজানুল কবির জয়, উপজেলা যুবদল নেতা তাজ উদ্দিন, মোরশেদ আলম, গিয়াস উদ্দিন, নাছির উদ্দিন, উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুল হক,সদস্য সচিব আবদুস সালাম, উপজেলা ছাত্রদল নেতা কায়েস উদ্দিন,জাবেদ হোসেন, শহিদ আহমেদ, আব্দুল আহাদ, সাকিব আল হাসান, তানভীর, লতিফ, রায়হান, পুটিবিলা ইউনিয়ন বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন মমতাজুল ইসলাম, পেয়ারু মেম্বার, মো. ইসলাম,হাফেজ আহমদ, যুবদল নেতা নুরুল আমিন, কছির উদ্দিন, স্বেচ্ছাসেবক দল নেতা জিয়াবুল হোসেন, জিসান ও জাহেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।