জেলার মোহনগঞ্জ উপজেলার পেরিরচর গ্রামের মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের ১৬তম শিক্ষাবৃত্তি ও গুনীজন পদক বিতরণ-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় মুুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এ শিক্ষাবৃত্তি ও গুনীজন পদক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল আহম্মেদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অধ্যাপক আলতাফ হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো.আবুল হোসেন ও বিশিষ্ট কবি সাহিত্যিক রইস মনরম। মুকসুদ আলী মেমোরিয়াল ট্রাস্টের সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও সমাজ প্রাথমিক বিদ্যালয়ের পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাব উদ্দিন খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সংবর্ধিত অধ্যাপক নরোত্তম রায়, বিশিষ্ট্য লেখক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি আকন্দ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম সারোয়ার খোকন, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোস্তফা কামাল জিয়া, শিক্ষক শফিকুল ইসলাম বুলবুল, শিক্ষক শাজাহান আলম খান বিপ্লব প্রমূখ।আলোচনা সভা শেষে মুকসুদ আলী ট্রাস্টের পক্ষ থেকে অধ্যাপক নরোত্তম রায় ও বিশিষ্ট সাহিত্যিক, সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গণি আকন্দের হাতে গুনীজন পদক তুলে দেওয়া হয়। পাশাপাশি ওই ট্রাস্টের পক্ষ থেকে উপজেলার ৩৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৩ জন মেধাবী শিক্ষার্থীর হাতে নগদ ৫০০ টাকা ও প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।