কক্সবাজার তথা চকরিয়ার সাথে পার্বত্য লামা ও আলীকদমবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম সড়ক ও জনপথ বিভাগের আওতাধীন চকরিয়া লামা ও আলীকদম সড়কের ইয়াংছার বেইলী সেতু। সেতুটি দীর্ঘ দুই যুগ ধরে জরাজীর্ণ হওয়ায় লোহার পাইপ বেঁধে সচল করে ঝুঁকিতে চলছিল যানবাহন। মালবাহী গাড়িগুলো পাঁচগুণেরও বেশি মালামাল নিয়ে চলে এ সড়কে। অতি গুরুত্বপুর্ন বিবেচনায় সরকার ব্রীজটিকে গার্ডার ব্রীজ করার পদক্ষেপ নেন। প্রায় ১০ কোটির বাজেটে ৫০ মিটার লম্বা ও সোয়া ১০ মিটার প্রস্থের এ ব্রীজটিতে ৫টি গার্ডারের মধ্যে ইতিমধ্যেই তৃতীয় গার্ডারের কাজ চলছে। স্থানীয় সাবেক এমইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দীন বলেন, ব্রীজটি নির্মানে রয়েছে ঠিকাদারের গাফিলতি। তারা চাইলে বিগত বর্ষার আগেই কাজ শেষ করতে পারতেন। ব্রীজের দ্বায়িত্বরত এসও উপ-সহকারী টুইন চাকমা বলেন, টেন্ডারের মাধ্যমে ঠিকাদারী প্রতিষ্টান রেমি কনকট্রাক্শন এন্ড ইউটি মং ৫০ মিটার লম্বা ও সোয়া ১০ মিটার প্রস্থের ইয়াংছার গার্ডার ব্রীজের কাজটি পেয়েছেন। ঠিকঠাকমত কাজ চালাতে পারলে আগামী ২০২৫ সালের জুনের মধ্যে সমাপ্ত হবে। ব্রীজটি নির্মিত হলে অপরূপ সৌন্দর্য্যের লীলাভূমি লাামা আলীকদমের সাথে কক্সবাজার সহ সারাদেশের ভারী যানবাহন যোগাযোগ বৃদ্ধি সহ পর্যটকদের আনাগোনা বৃদ্ধি পাবে।