ছুরিকাঘাতে মারাত্মক আহত বলিউড অভিনেতা সাইফ আলি খান হাসপাতালে চিকিৎসাধীন। গত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে নিজ বাড়িতে হামলার শিকার এই অভিনেতা মারাত্মকভাবে জখম হয়েছেন। জানা গেছে, গত রাতে ঘটনার সময় বাড়ির বাইরে ছিলেন তার স্ত্রী অভিনেত্রী কারিনা কাপুর খান।
ভারতীয় একটি গণমাধ্যম জানিয়েছে সাইফ আলী খানের স্ত্রী গত রাতে বাড়িতে ফেরেননি। তাকে দেখা গেছে বলিউডের বেশ কয়েকজন অভিনেত্রীর সঙ্গে এক রাতের পার্টিতে। ওই পার্টিতে ছিলেন কারিনার বোন কারিশমা কাপুর, সোনম কাপুর, রেহা কাপুর। বাড়িতে ঘটে যাওয়া দুর্ঘটনার ঘণ্টাখানেক আগে সেই পার্টি থেকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেছেন কারিনা। ছবি দেখে অনুমান করা হচ্ছে যে, রাতে বাড়ির বাইরেই ছিলেন এই অভিনেত্রী। যদিও রাতে তার বাড়ির বাইরে অবস্থান বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এমনকি কারিনাও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো বিবৃতি দেননি।
কী বলছে পুলিশ
পুলিশটা জানিয়েছে, রাতে সাইফের বাড়িতে অনুপ্রবেশকারী দুর্বৃত্তের সঙ্গে গৃহপরিচারকদের বাকবিত-া হয়। উত্তেজিত কথাবার্তার আওয়াজে ঘুম ভেঙে যায় সাইফের। উঠে এসে সাইফ তাকে ধরার চেষ্টা করলে দুজনার মধ্যে ধস্তাধস্তি হয়। এ সময় ওই দুর্বৃত্তের ছুরির আঘাতে আহত হল সাইফ আলি খান।
পুলিশ জানিয়েছে বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘটনা খতিয়ে দেখছে তারা। সাইফ আলি খানের বাড়ির এই ঘটনা তদন্তে কয়েকটি টিম গঠন করা হয়েছে। স্থানীয় থানায় একটি মামলাও দায়ের করা হয়েছে। সাইফ আলি খান শরীরের কোথায় কোথায় আঘাত পেয়েছেন তা এখনো নিশ্চিত করে জানায়নি কোন পক্ষ। তবে তিনি আপাতত শংকামুক্ত বলে নিশ্চিত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
অভিনেতা সাইফ আলি খানের বাড়ির ঘটনায় উদ্বিগ্ন সবাই। তার কারণ অভিজাত এলাকার বাসিন্দারা এখন আর নিরাপদ বোধ করছেন না। অন্যদিকে বলিউড তারকা সাইফ আলি খানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন তার অনুরাগীরা। কাজের খবর হচ্ছে, সাইফ আলি খানকে সর্বশেষ দেখা গেছে একাধিক ভাষায় মুক্তি পাওয়া তেলেগু ছবি ‘দেবারা’য়। ছবিটির প্রধান চরিত্রাভিনেতা জুনিয়র এনটিআর। পরবর্তীতে সাঈফকে দেখা যাবে সিদ্ধান্ত আনন্দের ‘জুয়েল থিফ: দ্য রেড সান চ্যাপ্টার’ ছবিতে।
বাবাকে টেম্পুতে করে হাসপাতালে নিলেন ইব্রাহিম খান: বলিউড অভিনেতা সাইফ আলি খান বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতেই একদল দুষ্কৃতির হাতে হামলার শিকার হন। এ ঘটনায় রীতিমতো আতঙ্কিত পুরো বলিউড। জানা যায় একদুইবার নয়, ছয়বার ছুরিকাঘাত করা হয়েছে সাইফকে। এদিকে বাবার রক্তাক্ত অবস্থা দেখে এক মিনিটও সময় নষ্ট করেননি ছেলে ইব্রাহিম আলি খান। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শরীরে ছুরিকাঘাতের ঘটনার পর পরই নায়ককে হাসপাতালে নিতে দেরি করেননি তার বড় ছেলে।
এমন অবস্থায় বাবাকে নিয়ে তড়িঘড়ি করে টেম্পুতে উঠেই হাসপাতালের দিকে ছুটে যান ইব্রাহিম। কিন্তু নায়কের একাধিক বিলাসবহুল গাড়ি থাকতেও কেন তাকে টেম্পুতে নেওয়া হলো, সে নিয়ে তৈরি হয়েছে নানান প্রশ্ন।
সাইফ যে গাড়ির বিষয়ে বেশ শৌখিন, সেটা অনেকেরই জানা। তার কালেকশনে যেসব গাড়ি রয়েছে, তা বলিউডের অনেকেরই নেই। সাইফের বান্দ্রার বাসভবনে রেঞ্জ রোভার ভোগ, মার্সিডিজ এস ক্লাস, অডি আর এইট, ল্যান্ড রোভার, ফোর্ড মুস্তাং জিটি-র মতো একাধিক দামি গাড়ি রয়েছে। কিন্তু এতকিছু থাকতেও শেষ মেশ টেম্পু জুটলো কেন, তা নিয়ে চর্চা।
জানা গেছে, ঘটনার পর ইব্রাহিম নাকি বাড়ির সব গাড়ির খোঁজ করেন, কিন্তু যাওয়ার জন্য কোনোটাই পাননি। গাড়ির চালকদের হাঁকডাক করে ঘুম থেকে উঠিয়ে নিয়ে যেতে হলে অনেকটা দেরি হয়ে যেত। এদিকে সাইফ-কারিনার বান্দ্রার বাসভবন থেকে হাসপাতাল প্রায় ২ কিলোমিটার। তাই কোনো উপায় না দেখে টেম্পুতে করেই বাবাকে নিয়ে হাসপাতালে ছোটেন ইব্রাহিম। ঘটনার রাতে কারিনার যে ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানেই অভিনেত্রীকে দেখা গেল, অটো-রিকশার পাশে উদ্ভ্রান্তের মতো এদিক-ওদিক করতে। কারণ, সাইফের অবস্থা ছিল তখন গুরুতর; ঘাড় এবং শিরদাঁড়ায় যেভাবে ছুরিকাঘাত করা হয়েছে, তা নায়কের প্রাণনাশের কারণ হতে পারত।