ভারতের নয়াদিল্লীতে চলমান বিশ্বকাপ খো খোতে নারী বিভাগে কোয়ার্টার ফাইনালে উঠেছে বাংলাদেশ। বৃহস্পতিবার সারাবান তহুরারা নেপালের কাছে ২৮-৮২ পয়েন্টে হারলেও দারুন জয় পেয়েছে ভুটানের বিপক্ষে। ভুটানী মেয়েদের ১১২-৬ পয়েন্টে হারিয়েছে লাল-সবুজরা।
এদিকে বাংলাদেশ পুরুষ দল ৭০-৩৪ পয়েন্টে জয় পেয়েছে পোল্যান্ডের বিপক্ষে। আজ বাংলাদেশ পুরুষ দল নেপালের সাথে এবং নারী দল ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে।