রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ, সেক্টর-৬ ক্যাম্পাসের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

শাহ বুলবুল:
  • আপডেট সময় রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫

চোখ ধাঁধাঁনো সব আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে রাজধানীর উত্তরায় অবস্থিত স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। উত্তরার ডিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন কলেজের স্থায়ী ক্যাম্পাস মাঠে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন প্রতিষ্ঠানটির সেক্টর-৬ ক্যাম্পাসের কোমলমতি ছাত্রছাত্রীরা। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় এবারের প্রতিপাদ্য ছিলো ‘শারীরিক ও মানসিক বিকাশে/ক্রীড়াঙ্গন থাকুক মুখরিত’। সেক্টর-৬ ক্যাম্পাসের অধ্যক্ষ এম হেমায়েত উদ্দিন সিকদারের সার্বিক তত্ত্বাবধান ও পরিচালনায় অনুষ্ঠিত নজরকাড়া ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইলস্টোন প্রিপ্রারেটরি কেজি স্কুল, সেক্টর-৭ ক্যাম্পাসের অধ্যক্ষ কর্নেল আফসার আলী (অব.)। গত ২৯ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে কোমলমতি ছাত্রছাত্রী এবং অভিভাবকদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্ত্য রাখেন মাইলস্টোন কলেজের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা কর্নেল নুরন্ নবী (অব:)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুলের নির্বাহী অধ্যক্ষ মিসেস রিফাত নবী আলম।
দিনব্যাপী অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর বর্ণাঢ্য আয়োজনে সেক্টর-৬ ক্যাম্পাসের নার্সারি থেকে একাদশ শ্রেণির ১৭০০ জন ছাত্রছাত্রী, সকল শিক্ষক-শিক্ষিকাগণ এবং প্রায় ১৪০০ জন সম্মানিত অভিভাবকের প্রাণবন্ত উপস্থিতি বিশেষ দিনটিকে করে তোলে আরও বেশি আনন্দময়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com