বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪৭ পূর্বাহ্ন

গঙ্গাচড়ায় সেনাবাহিনী ও পুলিশের অভিযানে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৫

রংপুরের গঙ্গাচড়ায় সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে কবরস্থান থেকে পরিত্যক্ত অস্ত্র উদ্ধার করেছে। বুধবার দিবাগত রাত অনুমান দেড়টায় উপজেলার আরাজিনিয়ামত মৌলবীবাজার এলাকায় গঙ্গাচড়া টু রংপুর সড়কের পাশে জনৈক খয়ের উদ্দিনের বাঁশঝাড়ের সাথে একটি পাকা কবরস্থান থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ আল এমরান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৩০ বেঙ্গল অধিনায়ক লে. কর্ণেল মাসুদ এর নেতৃত্বে গঙ্গাচড়া মডেল থানা পুলিশসহ আরাজীনিয়ামত মৌলবীবাজার এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে একটি কবরস্থান থেকে পরিত্যক্ত অবস্থায় ০১টি রামদা, ০১ টি ছুরি ও ০১টি কালো রঙের ট্রাভেল ব্যাগের ভেতর হইতে ০২ টি আগ্নেয়াস্ত্র (পিস্তল), ০১ টি ম্যাগজিন উদ্ধার করে। উদ্ধারকৃত আলামতসমূহ পরিত্যক্ত অবস্থায় জব্দতালিকামূলে জব্দ করে থানা হেফাজতে রাখা হয় এবং এ সংক্রান্ত পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান থানার অফিসার ইনচার্জ আল এমরান।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com