শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৫৮ অপরাহ্ন

মুক্তি পেলো পারিবারিক গল্পের সিনেমা দায়মুক্তি

বিনোদন:
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত সরকারি অনুদানের সিনেমা ‘দায়মুক্তি’ গতকাল শুক্রবার মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন বদিউল আলম খোকন। প্রযোজনা করেছেন মো. জসিম উদ্দিন। সিনেমাটির মুক্তি উপলক্ষে সম্প্রতি এক সংবাদ সম্মেলন আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রযোজক মো. জসিম উদ্দিন, বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি (বাচসাস) কামরুল হাসান দর্পণ, পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন, প্রযোজক সমিতির সাবেক সভাপতি খোরশেদ আলম খসরু, সাবেক সাধারণ স¤পাদক শামসুল আলম, পরিচালক সাফি উদ্দিন সাফি, গাজী মাহবুব, সহ সিনেমাটির শিল্পী-কলাকুশলী ও অন্যান্য অতিথিবৃন্দ। সংবাদ সম্মেলনে সিনেমাটির অন্যতম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা আবুল হায়াত বলেন, পরিচালকের আগ্রহে এই সিনেমায় আমার কাজ করা। গল্পটা ভালো লেগেছে, ভালো লেগেছে আমার চরিত্রটিও। আমি আর দিলারা জামান অনেক নাটকে কাজ করলেও প্রথমবার একসঙ্গে সিনেমায় অভিনয় করেছি। আশা করছি, এর গল্প সবার ভালো লাগবে। দিলারা জামান বলেন, দায়মুক্তি সত্যিই মুক্তি পাচ্ছে। এটা খুব ভালো লাগছে, আনন্দ লাগছে। জীবনের শেষ মুহূর্তের কাজ হিসেবে খুব ভালো হয়েছে। খোকন ভাই খুব ভালোভাবে সিনেমাটি বানিয়েছেন। এটা সব সময়ের গল্প। সিনেমাটিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাইমন সাদিক, সুস্মী রহমান, সামিয়া নাহি, শ¤পা নিজাম, সুব্রত, সূচরিতা সহ আরো অনেকে। রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যনারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নিরব এবং আলি আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির। বদিউল আলম খোকন বলেন, বৃদ্ধাশ্রমের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। সিনেমাটি নির্মাণ করছি অনেকটা দায়বদ্ধতার জায়গা থেকে। নতুন প্রজন্মসহ সকল শ্রেণির দর্শকের সিনেমাটি দেখা উচিত।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com