শনিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন

বগুড়ায় যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ প্রতিযোগিতার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫

কাবাডি ফেডারেশনের আয়োজনে এবং জেলা পুলিশের সহযোগিতায় বগুড়ায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে যুব কাবাডি অনুর্ধ্ব-১৮ (বালক ও বালিকা) প্রতিযোগিতার পদ্মা জোনের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে শহীদ চান্দু স্টেডিয়াম সংলগ্ন কাবাডি গ্রাউন্ডে প্রতিযোগিতার উদ্বোধন করেন বগুড়ার পুলিশ সুপার জেদান আল মুসা, পিপিএম। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার, হোসাইন মোঃ রায়হান ও মোস্তফা মঞ্জুর, বগুড়া জেলা ক্রীড়া অফিসার আলমগীর হোসেন, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য খাজা আবু হায়াত হিরু, মোস্তফা মোঘল ও হাসান মোল্লা, কাবাডি ফেডারেশনের সমন্বয়ক জাহিদ হাসানসহ কাবাডি ফেডারেশনের কর্মকর্তা ও অংশগ্রহনকারী জেলা সমূহের কর্মকর্তাবৃন্দ। বগুড়া জেলা ক্রীড়া সংস্থা ও বগুড়া কাবাডি একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী খেলায় বগুড়া জেলা বালক ও বালিকা দল পাবনা জেলা বালক ও বালিকা দলকে পরাজিত করে। প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের ৮টি জেলার বালক ও বালিকা দল অংশ নিয়েছে। রবিবার প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com