গত ১৬ ফেব্রুয়ারি রবিবার বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)র পরিচালনা পর্ষদ সভাকক্ষে ‘ঋণ ও বিনিয়োগ সেবা পক্ষ-২০২৫’ এর উদ্বোধন করা হয়েছে। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম ভার্চুয়াল প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে এর উদ্বোধন ঘোষণা করেন। বিএইচবিএফসি’র ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সদর দপ্তরের ঊর্ধ্বতন সকল নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। বিএইচবিএফসি’র সকল শাখা ও জোনাল অফিসের ব্যবস্থাপকবৃন্দ অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।
আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা ‘ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আই এস ডি বি)’র অর্থায়নে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন ‘রুরাল অ্যান্ড পেরি-আরবান হাউজিং ফাইন্যান্স প্রজেক্ট’ শীর্ষক এক প্রকল্পের আওতায় ইসলামী শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ কার্যক্রম পরিচালনা করছে। এ প্রজেক্টের আওতায় এ বছর সাতশত কোটি টাকা সমপরিমাণ শরীয়াহ ভিত্তিক বিনিয়োগ বাস্তবায়নের লক্ষ্যে প্রতিষ্ঠানটি এ বিশেষ সেবা পক্ষ পালন করছে যা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।