সরলরেখা প্রকাশনা সংস্থা আয়োজিত আশরাফুল আলম সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান অনুষ্ঠান অদ্য বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। আজরা পারভীন সাঈদের সভাপতিত্বে ফরিদা হোসেন, ড. হাসান সামস উদ্দীন, মঈন মুরসালিন, ইসরাত জাহান, জান্নাতুন নুর দিশা ও লুৎফি রুনাকে এ পুরস্কার প্রদান করা হয়। আশরাফুল আলমের জীবন-কর্মের উপর আলোচনায় অংশ নেন ড. মোহাম্মদ আবদুল হাই, পিয়ারু খান, ডা. শাহনাজ আমীর খান, আল হাফিজ, শামস আরেফিন, জুলিয়া আবেদীন, এনাম রাজু। আবিদ আজমের উপস্থাপনায় এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নাজমুস সায়াদাত ও আবৃত্তি করেন ফারিন তামান্না।