শনিবার, ২৯ মার্চ ২০২৫, ১২:৪৩ পূর্বাহ্ন

নীলফামারী জেলা ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন

সোহাগ ইসলাম নীলফামারী
  • আপডেট সময় রবিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারী জেলা ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে রবিবার সকাল সাড়ে ১১টায় পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির কার্যালয়ে জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্সের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মোজামের সঞ্চালনায় ফরম বিতরণ ও কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন কুমার দাস আদিত।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ও জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রেদওয়ানুল হক বাবু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্রদলের আহবায়ক মোখলেসুর রহমান কাজল, নীলফামারী সরকারি কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাজু পারভেজ, সদস্য সচিব পায়েলুজ্জামান রক্সিসহ জেলা, উপজেলা, কলেজ ও মাদ্রাসার ছাত্রদলের নেতাকর্মী। প্রধান অতিথির বক্তব্যে মিঠুন কুমার দাস আদিত বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি শিক্ষিত হতে পারে না। স্বৈরাচার ও ফ্যাসিস সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে পালিয়েছে। এই শিক্ষা ব্যবস্থাকে উদ্ধার করতে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার্থীদের প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিশ্রুতি যেসব রয়েছে তা বাস্তবায়নে ছাত্রদল অঙ্গীকারবদ্ধ। প্রধান বক্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, বাংলাদেশের সংকট ও ক্লান্তিকালে বিশ্বের কাছে বাংলাদেশের পরিচয় দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আরো বলেন, ছাত্রশিবির ও ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো নিষিদ্ধ সংগঠন হিসেবে বিশ্বের কাছে পরিচিত হয়নি। দেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে। তাই সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com