নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার আসন্ন বসুর হাট পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর সমর্থনে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বুধবার বিকাল ৫টায় পৌরসভার ৭নং ওয়ার্ডের মোমিন মিয়ার বাড়ীর দরজায় মাঠে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ নেতা আবদুল কাদের মোল্লা। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বসুর হাট পৌরসভার জননন্দিত মেয়র ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আব্দুল কাদের মির্জা, বিশেষ অথিতি হয়ে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, আওয়ামীলিগ উপজেলা সিনিয়র সহ-সভাপতি ইস্কান্দার হায়দার বাবুল চৌধুরী ও পৌর আওমীলীগ সাধারণ সম্পাদক প্যানেল মেয়র আবুল খায়ের,আওমীলীগ নেতা সামসুল হুদা বাবুল সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ সহ অনেকেই। বক্তারা সাংগঠনিক গতিশীল বৃদ্ধি করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে মেয়র আবদুল কাদের মির্জাকে জয়যুক্ত করতে নেতা কর্মীদের প্রতি আহবান করেন পরে মেয়রের সুস্বাস্থ্য কামনা করে দোয়া পরিচালনা করা হয়।