বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০৭:১৭ অপরাহ্ন

সংস্কারের নামে নির্বাচনে বিলম্ব বরদাস্ত করা হবে না

মীর মোহাম্মদ গিয়াস উদ্দিন, ভোলা
  • আপডেট সময় সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
গতকাল সোমবার দুপুরে ভোলা জেলা বিএনপি কার্যালয়ের সমানের সড়কে অনুষ্ঠিত বিশাল জনসমাবেশে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম ছবি: খবরপত্র

ভোলায় বিএনপির সমাবেশে জহির উদ্দীন স্বপন

ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে: হাফিজ ইব্রাহীম

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এমন রাষ্ট্র তৈরি করব, যে রাষ্ট্রে আর কোনো দিন নিশিরাতের ভোট হবে না।’ গতকাল সোমবার দুপুরে ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রের পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন দাবিতে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনা পালিয়ে গিয়েছে। আমাদের এখন জনগণকে রাষ্ট্র ক্ষমতায় যুক্ত করতে হবে। রাষ্ট্রের মালিক জনগণ। যত দ্রুত সম্ভব তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা বুঝিয়ে দিতে হবে। যত দ্রুত জনগণের কাছে ব্যালট পেপার পৌঁছে দিতে পারব, তত দ্রুত তাদের হাতে তাদের রাষ্ট্রক্ষমতা বুঝিয়ে দিতে পারব। যারা ভোটে বিলম্ব করতে চায় তারা জনগণের হাতে বেল্ট পেপার দিতে চায় না। আমি তাদেরকে সতর্ক করতে চাই, জনগণকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। দেশের সকল সংকটের একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন।
গতকাল সোমবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ের সমানের সড়কে দলের বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেছেন ভোলা জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব গোলাম নবী আলমগীর। সমাবেশের প্রধান বক্তার বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম। আরো বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল বিভাগের বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য মো. হায়দার আলী লেলিন, ভোলা জেলা বিএনপির সদস্যসচিব রাইসুল আলম, ভোলা সদর উপজেলা বিএনপির আহবায়ক আসিফ আলতাফ প্রমুখ। সমাবেশ শেষে অতিথিরা গত ৫ আগস্ট নিহত ভোলা কাচিয়া ইউনিয়নের মোহাম্মদ হাসানের পরিবারকে এক লাখ টাকা প্রদান করেন। জহির উদ্দিন স্বপন বলেন, ‘এই ভোলার মাটিতে ২০২২ সালের জুন মাসে ছাত্রদলের নেত নুরে আলম ও আবদুর রহিমকে হত্যার মধ্য দিয়ে পতিত ফ?্যাসিবাদ তাদের কবর খুঁড়তে শুরু করেছিল। সেই নৃশংসতার সর্বশেষ লাশ দাফন হয়েছে ভোলার শহীদ হাসানের। যেদিন আমরা দেশে কার্যকর গণতন্ত্র ফিরিয়ে আনতে পারব, সেদিন সব শহীদের আত্মত্যাগ সফল হবে। তার জন্য চাই অবাধ নির্বাচন, আর তা নিশ্চিত করতে হবে জরুরি সংস্কার সম্পন্ন করে। বাকি সংস্কারের চলমান প্রক্রিয়ায় নেতৃত্ব দেবে নির্বাচিত সংসদ। ফ?্যাসিবাদকে কোনো নৈরাজ?্যবাদ দমন করতে পারে না। কেবল জনগণের গণতান্ত্রিক অংশগ্রহণের মাধ্যমেই তা সম্ভব।’
জহির উদ্দিন আরও বলেন, ‘শহীদ নুরে আলম, আবদুর রহিম, আবু সাঈদসহ হাজার হাজার শহীদের হত্যাকারীদের দ্রুত বিচারের কাঠগড়ায় আনতে হবে। অন্তর্র্বতীকালীন সরকার এই বিচারের বিষয়ে কেন বিলম্ব করছে, আমরা এই জনসভা থেকে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই।’ জহির উদ্দিন বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবীতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলা জেলা বিএনপি এই সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে জহির উদ্দিন স্বপন বলেন, এই জাতীয় নির্বাচনে জনগণ যাতে অবাধে ভোট দিতে পারে তার জন্য সংস্কার দরকার। আমরা শর্ত দিয়েছি অবাধ নির্বাচনের জন্য যে জরুরি সংস্কার দরকার, তা অবিলম্বে করতে হবে। আমরা এই সংস্কারের বিলম্বকে বরদাস্ত করব না। আওয়ামী লীগের ক্ষমতা আমলে যেসব পুলিশ সদস্য নিরপেক্ষতা বজায় রেখেছে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে জহির উদ্দিন বলেন,” আমরা প্রতিশ্রুতি দিতে চাই, পুলিশ সংস্কার কমিশন সম্পন্ন হওয়ার পর পেশাদারী পুলিশদেরকে আমরা নিশ্চয়ই পুরস্কৃত করবো। সমাবেশের প্রধান বক্তা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহীম বলেন, বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে। দেশের কল্যাণের রাজনীতি। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংষ্কার কর্মসূচির বাস্তাবয়নের মাধ্যমে আমরা একটি সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। হাফিজ ইব্রাহিম আরো বলেন, বিগত ফ্যাসিবাদী খুুনি শেখ হাসিনা সরকার আয়নাঘর বানিয়ে দেশের জনগণকে গুম করে হত্যা করেছে। হাজারো নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে অমানবিক নির্যাতন চালিয়েছে। দেশের হাজার হাজার কোটি টাকা দুর্নীতির মাধ্যমে বিদেশে পাচার করে দেশের অর্থনীতি ধংষ করে দিয়েছে। মানুষের ভোটের অধিকার হরন করেছে। তাদের এখনো হয়নি। তাই ফ্যাসিবাদের বিচার না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com