ময়মনসিংহের তারাকান্দায়, তারুণ্যে উৎসব উদযাপন উপলক্ষে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) ৩ টার দিকে তালদিঘী বহুমুখী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে রামপুর ও গালাগাঁও ইউনিয়ন টিমের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন তারাকান্দা উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা। আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ তামান্না হুরায়রা,তারাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) টিপু সুলতান, তারাকান্দা উপজেলা মৎস্য কর্মকর্তা সুরজিৎ পারিয়াল, উপজেলা একাডেমিক সুপাভাইজার সুধন কুমার বিশ^াস, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা উপসহকারী পাট কর্মকর্তা মনোয়ার হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা আম্বিয়া খাতুন, গালাগাঁও ইউনিয়ন পরিষদের পেনেল চেয়ারম্যান ইয়াসিন আলি ও প্রেসক্লাব সভাপতি নাজমুল হক, গালাগাঁও ইউপি সদস্য হারেজ উদ্দিন বাদশা মিয়া প্রমূখ। খেলায় গালাগাঁও ইউনিয়ন টিম প্রথম অর্ধে ৯ওভারে ১০ উইকেটে ৫০ রান সংগ্রহ করে। রামপুর ইউনিয়ন টিম ২য় অর্ধে নেমে ৩ উইকেট হারিয়ে ৬ ওভারে ৫১ রান করে চ্যাম্পিয়ান হয়। পড়ে অতিথিবন্দ পুরস্কার বিতরণ করেন।