উৎসবমূখর পরিবেশে নড়াইল জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দুপুর ২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলা শিল্পকলা একাডেমিতে কাউন্সিলরদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দীর্ঘ প্রায় ১৫ বছর পর বিএনপির সম্মেলনকে ঘিরে দলীয় নেতা-কর্মীদের মাঝে অন্যরকম আমেজ সৃষ্টি হয়। সর্বশেষ ২০১০সালে জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। বিএনপির জেলা সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদক নির্বাচনে জেলার ৪টি থানা ও ৩টি পৌরসভাসহ মোট ৭টি ইউনিটের ৭০৭ জন কাউন্সিলরের মধ্যে ৭০১জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট দিতে আসা বিএনপি নেতা নড়াইল পৌরসভার সাবেক মেয়র খান মো: কবীর হোসেন বলেন, উৎসবমূখর গণতান্ত্রিক পরিবেশে ভোট দিতে পেরে ভালো লাগছে। দলের একজন কর্মী হিসেবে অতীতেও মানুষের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। ভোট পর্যবেক্ষণ করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।সন্ধ্যায় ভোটের ফলাফল ঘোষনা করা হয়। জেলা বিএনপির সভাপতি পদে বর্তমান সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম ৪শ’৫৬ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। এ পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সিনিয়র সহ-সভাপতি জুলফিকার আলী মন্ডল পেয়েছেন ২শ’৩৮ ভোট। সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক মো: মনিরুল ইসলাম ৪শ’৩৬ ভোট পেয়ে পূনরায় নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী বর্তমান সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ পেয়েছেন ২শ’৬৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে খন্দকার ইজাজুল হাসান বাবু ২শ’৯৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল ২শ’ ৭২ ভোট পেয়েছেন। এ পদে অপর প্রার্থী মোঃ টিপু সুলতান পেয়েছেন ১শ’২৪ ভোট। বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে যোগ দিতে রোববার সকাল থেকে লোকে লোকারণ্য হয়ে উঠে নড়াইল শহর। কয়েকদিন আগে থেকেই পোষ্টার, ব্যানার, ফেস্টুন টাঙ্গানো হয় শহর, উপজেলা সদরসহ জেলার বিভিন্ন এলাকায়। ভোট গ্রহণের আগে দুপুরে নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক অ্যাডভোকেট গোলাম মোহাম্মদ জানান, স্বচ্ছতার ভিত্তিতে জেলা বিএনপির কার্য্যনির্বাহী কমিটির সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক পদে নির্বাচন সম্পন্ন হয়েছে।