সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন

কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার দিনব্যাপী ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং শেষে বিকালে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে কাপাসিয়া উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তামান্না তাসনীম। উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলামের সভাপতিত্বে এবং সহকারী উপজেলা শিক্ষা অফিসার এস এম ফাতেমার পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ফরহাদ মোল্লা, কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান মোঃ সেলিম হোসেন আরজু, হরিমঞ্জুরী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল মালেক, বিদ্যালয়ের সভাপতি ও জেলা মহিলা দলের সভানেত্রী জান্নাতুল ফেরদৌসী, সাংবাদিক বেলায়েত হোসেন শামীম, উপজেলা সহকারী শিক্ষা অফিসার সোহরাব রুস্তম প্রমুখ। উপজেলার ১৭৯টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চুড়ান্ত পর্যায়ে হরিমঞ্জুরী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে ১ শত ৬২টি পুরস্কার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com