ফরিদপুরের নগরকান্দায় বেলায়েত হোসেন উচ্চ বিদ্যালয় ও আমজাদ আলী বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে বিদ্যালয়ের মাঠে মোঃ জাহিদ হোসেন টিটুল মিয়ার সভাপতিত্বে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ বেলায়েত হোসেন মিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঝাারদিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফছার উদ্দীন, ঢাকা হোম,ইউ এস এ জেনারেল ম্যানেজার মোসাঃ পান্না আক্তার, নগরকান্দা প্রেস ক্লাবের সভাপতি শওকত আলী শরীফ, সিনিয়র সহ-সভাপতি বিলায়েত হোসেন লিটন, সহ- সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, দপ্তর সম্পাদক শাহিদুজ্জামান শাহিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ। অনুষ্ঠানে ধারাবর্ণনায় ছিলেন রোজিনা আক্তার ও মৃদুল কুমার দাস। হাজার হাজার স্থানীয় দর্শক অনুষ্ঠানটি উপভোগ করেন।