চট্টগ্রাম লোহাগাড়ায় সুপরিচিত বাণিজ্যিক কেন্দ্র ডেপুটি হাট চুনতির ব্যবসায়ীদের নির্বাচনে জাতীয়তাবাদী দল বিএনপি’র সমর্থিত প্রার্থীরা বিপুল ভোটে বিজয়ী হয়। এ উৎসবমূখর ঝমকালো নির্বাচনে ২২ ফেব্রুয়ারি (শনিবার) চুনতি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে সকাল ৯ টা হতে বিকাল ৩ পর্যন্ত পুরোদমে ভোট গ্রহণ করা হয়। ব্যবসায়ীরা তাদের পছন্দের প্রার্থীদের মার্কায় ভোটাররা গোপন ব্যালেট প্রয়োগ করেন। তাদের সভাপতি ও সম্পাদকসহ ১৩টি কার্যকরি সদস্য পদের মধ্যে ৯টি পদে বিএনপি সমর্থিত প্যানেল বিপুল ভোটে বিজয়ী লাভ করে। বাকী ৪টিতে ১টি বিনা প্রতিদ্বন্দ্বিতায় হলেও অন্যটিতে জামায়াত সমর্থিত সদস্যরা জয় লাভ করে। সভাপতি পদে উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল ইসলাম আনারস মার্কায় বিপুল ভোটে বিয়জী হয়। সাধারণ সম্পাদক পদে ইকবাল আজম প্রজাপতি মার্কায় জয় লাভ করে। অন্যান্য প্রার্থীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি আব্বাস উদ্দীন চশমা মার্কায়, সহ-সভাপতি নাছির মোটর সাইকেল মার্কায়, সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দীন টিয়া পাখি মার্কায়, সহ সম্পাদক মোঃ পারভেজ মাইক মার্কায়, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মানিক টিউব ওয়েল মার্কায়, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আরিফুল ইমলাম ক্রিকেট ব্যাট মার্কায়, নির্বাহি সদস্য ওবাইদুল ইসলাম মাছ মার্কায়, শহিদুল ইসলাম মই মার্কায়, ফখরুদ্দিন সোহেল মুরগ মার্কায়, নাছির উদ্দীন কাশেম বই মার্কায় নির্বাচন করে জয় লাভ করে। প্রধান নির্বাচন কমিশনার ছিলেন, অধ্যক্ষ আবু তাহের। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন, সিনিয়র শিক্ষক অসীম কুমার দাশ, মাষ্টার মোঃ ইলিয়াছ, কৃষি উপ-সহকারি সরওয়ার আলম, মাষ্টার মোঃ জাহাঙ্গীর আলম। আইন-শৃঙ্খলায় নিয়োজিত ছিলেন চুনতি পুলিশ ফাডির ইনচার্জ এসআই আব্বাস উদ্দীন ও পুলিশ টিমসহ একাধিক আনসার বাহিনীর সদস্যরা। প্রধান নির্বাচন কমিশনার অধ্যক্ষ আবু তাহের ব্রিফিং এ জানান, ২০২৪-২৫ সেশনে চুনতি বাজার ব্যবসায়ী উন্নয়ন কমিটি নির্বাচন একটি অবাধ, সুষ্টু, উৎসবমূখর, শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে। ৩৫১ জনের ভোটারের মধ্যে ৩৪৫ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রয়োগ করে। যারা এ নির্বাচনে আমাদেরকে সহযোগিতা করেছেন। তাদের কাছে আমি কৃতজ্ঞ। নবনির্বাচিত সিরাজ জানান, এ বিজয় আমি ব্যবয়ীদেরকে উৎসর্গ করলাম। আমার উপর আস্থা রেখে গোপন ব্যালেটে আমাকে ভোট দিয়ে যে সম্মান দেখিয়েছেন আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি যেন ব্যবয়ীদের স্বার্থ রক্ষা করতে পারি, সকলের সহযোগিতা কামনা করছি।