পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ” কর্তৃক আয়োজিত পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন ও পদক প্রদান -২৫ তে নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে “কবি ফররুখ আহমদ স্মৃতি পদক” পেয়েছেন তরুন কবি- লেখক, সাংবাদিক ও সংগঠক সামাউন আলী। গতকাল বাংলাদেশ শিশু কল্যান পরিষদ , ঢাকা তে বিকাল ০৩ ঘটিকায় উক্ত সাহিত্য সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি , একেএম কবির উদ্দিনের সভাপতিত্বে ও কবি ও সংগঠক সাব্বির হোসেনের পরিচালনায় রাত সাড়ে ০৯ ঘটিকা পর্যন্ত অনুষ্ঠিত হয় উক্ত এ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বাংলাদেশ ও ভারতের খ্যাতনামা প্রায় শতাধিক কবি, লেখকদের সাহিত্য সম্মাননা এবং বাংলা সাহিত্য বিশেষ অবদানের স্বকৃীতি স্বরূপ চারজন লেখককে কবি ফররুখ আহমদ স্মৃতি পদক প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্হিত ছিলেন,বিশিষ্ট সাহিত্য অনুরাগী, সাবেক বিচারপতি, আব্দুস সালাম মামুন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট, ঢাকা।প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কবি মাহমুদুল হাসান নিজামী, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, ড. মোহাম্মদ আবু তাহের,বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মো: আমজাদ হোসেন, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ড. শরীফ আবদুল্লাহ সাকী, কবি জীবন চক্রবতী,কবি ও সংগঠক বেল্লাল হাওলাদার, কবি হানিফ রাজা,কবি ও সংগঠক জাকির হোসেন বিপ্লব প্রমুখ। উক্ত অনুষ্ঠানে অতিথিবৃন্দ আয়োজকদের ভুয়সী প্রশংসা করেন এবং পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদ সংগঠনের অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা করেন। নাটোর জেলা থেকে কবি ফররুখ আহমদ স্মৃতি পদক” প্রাপ্ত কবি সামাউন আলী এর জন্ম নাটোর জেলার অন্তর্গতসিংড়া উপজেলার ভাগনাগরকান্দী গ্রামে । তিনি ভাগনাগরকান্দী গ্রামের বাসিন্দা মোঃ কালু প্রামানিকের সর্বকনিষ্ঠ পুত্র। তিনি দীর্ঘদিন ধরে সাহিত্য জগতে অগ্রণী ভূমিকা পালন করে আসছেন,তিনি বিভিন্ন পত্র-পত্রিকাতে নিয়মিত ভাবে সংবাদ, সাহিত্য কলাম ও শিক্ষা বিষয়ক কলাম লিখেন, তিনি বর্তমানে সিংড়া মডেল প্রেস ক্লাবের “সাহিত্য ও পাঠাগার সম্পাদক ” হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি পাকনেত্র আন্তর্জাতিক সাহিত্য পরিষদের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসছেন, এছাড়াও তিনি বেশ কিছু অনলাইন সাহিত্য সংগঠনের সাথে জড়িত, তার লেখা বহু গল্প ও কবিতা বিভিন্ন পত্র-পত্রিকা ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে। তার লেখা ৩০ টির অধিক যৌথ কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে।এবার অমর একুশে বইমেলা উপলক্ষে তার লেখা প্রথম একক কাব্যগ্রন্হ আমি মধ্যবিত্ত” প্রকাশিত হয়েছে।