সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন

ঝিনাইগাতী আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬তম বার্ষিক সাধারণ সভা

মঞ্জুরুল হক (ঝিনাইগাতী) শেরপুর
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

ঐক্যবদ্ধ বলেই আমরা সমৃদ্ধ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহ বিভাগের অন্যতম সমবায়ী আর্থিক প্রতিষ্ঠান আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর ২৬তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ফেব্রুয়ারি) সকালে “আদর্শ রিসোর্ট ও মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র (প্রস্তাবিত) এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অত্র সমিতির চেয়ারম্যান মো. ছালেহ আহাম্মদের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আজাদ মিয়ার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং অত্র সমিতির প্রধান উপদেষ্টা মো. আমিনুল ইসলাম বাদশা। বিশেষ অতিথি ছিলেন, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, কালব এর জেলা ব্যবস্থাপক সোলাইমান হোসেন টগর, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি আলহাজ্ব মোখলেছুর রহমান খাঁন, জেলা সমবায় পরিদর্শক আলিমুল আজিম প্রমূখ। উক্ত বার্ষিক সাধারণ সভায় ২০২৩-২০২৪ অর্থ বছরের আয়-ব্যায় রিপোর্ট পেশ এবং ২০২৫-২০২৬ আর্থিক বছরের সম্ভাব্য আয়-ব্যয় বাজেট পেশ ও অনুমোদন করা হয়। উক্ত বার্ষিক সাধারণ সভায় বোর্ডের সকল কর্মকর্তা,কর্মচারি, সমিতির সকল সদস্য সহ গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত সদস্যেদের মাঝে লটারির মাধ্যমে ১১০জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com