সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ০৯:৫২ অপরাহ্ন

লামায় বালু-পাথর উত্তোলনের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা ইউএনওর

লামা (বান্দরবান) প্রতিনিধি
  • আপডেট সময় সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫

বান্দরবান জেলার লামা উপজেলার আওতাধীন মাতামুহুরী সহ বিভিন্ন নদ থেকে বোমা মেশিন ও ড্রেজার নিয়ে বালু-পাথর উত্তোলন,পাহাড় কর্তন কারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। সোমবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলা পরিষদ হল রুমে লামা উপজেলা প্রশাসনের উদ্যোগে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। লামা উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন সভায় সভাপতিত্ব করেন। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রূপায়ন দেব, নবাগত অফিসার ইনচার্জ (ওসি) তোফাজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এখিং মার্মা, উপজেলা কৃষি কর্মকর্তা আশরাফুজ্জামান সোহেল, উপজেলা বিএনপির সভাপতি আমির হোসেন সহ ইউপি চেয়ারম্যান বৃন্দ, সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আইন-শৃঙ্খলা সভায় বক্তারা বলেন, ৫ আগস্টের পর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ভূমি বিরোধ, পাহাড়ে অপহরণ, চাঁদাবাজি, ছিনতাই বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে,লামার ফাসিঁয়াখালি ও সরই ইউনিয়ন সহ উপজেলার বিভিন্ন স্থানে বেপরোয়া পাহাড় কর্তন,পাথর ও বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টরালেন্স ঘোষণা করে ব্যবস্থা গ্রহন ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার বিষয়টিকে সর্বাধিক গুরুত্ব দেয়া হয়। এসময় লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন বলেন, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন ও পাহাড় কর্তন বন্ধে উপজেলা প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com