সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম ::
সুন্দরবনে মধু আহরণ করতে গেলেন ৬ শতাধিক মৌয়ালী, মৌসুম শুরু হতে যাচ্ছে আজ জাজিরায় আ.লীগের দু’পক্ষের সংঘর্ষ, ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার-৮ কৈখালী ইউপি চেয়ারম্যান গ্রেফতার: গায়েবী মামলার অভিযোগে স্ত্রীর সংবাদ সম্মেলন কটিয়াদীতে আশিক খাঁ’র হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন লামায় শিক্ষার্থীদের মাঝে এপেক্স ক্লাবের শিক্ষা সামগ্রী বিতরণ শ্রীমঙ্গলে ১৩ বছরে ৬৫২ বন্যপ্রাণী উদ্ধার করে অবমুক্ত করে বন্যপ্রাণী ফাউন্ডেশন জগন্নাথপুরে মজলিসের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে হযরত গাউসুল আজম সৈয়দ গোলামুর রহমান ভা-ারীর ৮৯ তম ওরশ শরীফ গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা দেখতে হারিনাতেলীতে জনতার ঢল খুলনায় কেএফডব্লিউর প্রতিনিধি দলের সাথে কেসিসি কর্মকর্তাদের আলোচনা সভা

সাউথইস্ট ব্যাংকের ৭৫৬তম বোর্ড সভা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

গত রোববার সাউথইস্ট ব্যাংক পিএলসির ৭৫৬ তম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে।
সাউথইস্ট ব্যাংক পিএলসি-এর চেয়ারম্যান জনাব এম. এ. কাশেম সভায় সভাপতিত্ব করেন। সভায় ভাইস চেয়ারপারসন মিসেস রেহানা রহমান, ব্যাংকের পরিচালকবৃন্দ- জনাব মোঃ আকিকুর রহমান, জনাব নাসির উদ্দিন আহমেদ, জনাব মোঃ রফিকুল ইসলাম (এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেডের প্রতিনিধি), জনাব মোঃ নূরুল ইসলাম (সিঙ্গেল ক্লিক আইটি সলিউশন প্রাইভেট লিমিটেডের প্রতিনিধি), স্বতন্ত্র পরিচালক-জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন, স্বতন্ত্র পরিচালক জনাব ব্যারিস্টার এম. মইন আলম ফিরোজী, স্বতন্ত্র পরিচালক ড. মোঃ মুজিবুর রহমান (পিএইচডি), ব্যবস্থাপনা পরিচালক-জনাব নুরুদ্দিন মোঃ ছাদেক হোসাইন, এবং কোম্পানি সচিব – জনাব মামুনুর রশিদ অংশগ্রহণ করেন।
সভায় ব্যাংকের ২০২৪ সনের পারফরম্যান্স পর্যালোচনা করা হয় এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালনা পর্ষদ ব্যাংকের কৌশলগত ব্যবসায়িক উদ্যোগ ও ২০২৫ সনের পরিকল্পনা নিয়ে বিশদ আলোচনা করেন। অংশগ্রহণকারী সদস্যরা ব্যাংকের সাফল্য এবং অগ্রগতি সম্পর্কে একাত্বতা পুনর্ব্যক্ত করেন এবং সাউথইস্ট ব্যাংককে নতুন উচ্চতায় উন্নীত করার লক্ষ্যে নিজেদের প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা ঘোষণা করেন। সভায় ঋণ পুনরুদ্ধার, নন-ফান্ডেড ব্যবসা, রিটেইল সেবা ও ক্রেডিট কার্ড পোর্টফোলিও সম্প্রসারণসহ প্রযুক্তি-ভিত্তিক লেনদেন সুবিধাসমূহ যেমন, ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এবং এজেন্ট ব্যাংকিং সেবাসমূহ শক্তিশালী করার জন্য কৌশলগত পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সভায় উল্লেখ করা হয়, দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান হিসেবে সাউথইস্ট ব্যাংক তিন দশকের সগৌরব পথচলায় যে স্থিতিশীল প্রবৃদ্ধি ও সাফল্য অর্জন করেছে, তা গ্রাহকদের অগাধ আস্থা ও বিশ্বাসের মজবুত ভিত্তি হিসেবে প্রতিফলিত হয়েছে সেই সাথে, সাউথইস্ট ব্যাংক তার গ্রাহককেন্দ্রিক সেবা, উদ্ভাবনী ব্যাংকিং পদ্ধতি এবং সুশাসন নিশ্চিত করার অঙ্গীকার নিয়ে শক্তিশালী এবং গতিশীল অগ্রযাত্রা অব্যাহত রাখবে এবং ভবিষ্যতের সম্ভাবনাময় চ্যালেঞ্জ মোকাবিলা করে আর্থিক খাতে স্থিতিশীলতা ও প্রবৃদ্ধি ধরে রাখতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
সাউথইস্ট ব্যাংক একটি নিরাপদ, স্থিতিশীল এবং বিশ্বস্ত ব্যাংকিং ব্যবস্থা প্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের লক্ষ্য শুধুমাত্র আর্থিক সাফল্য নয়, বরং দেশের অর্থনৈতিক উন্নয়নে গঠনমূলক ভূমিকা পালন করে সকল স্টেকহোল্ডারের আস্থার প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com