সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম ::
কয়রায় উপকুলের মানুষ নানান প্রতিকুলতার মধ্যে সংগ্রাম করেই বেঁচে থাকে কাপাসিয়ায় ৫০ জন সহকারী শিক্ষকের যোগদান : ফুলেল শুভেচ্ছা কমলগঞ্জে ইসলামী যুব মজলিসের আলোচনা সভা ও ইফতার মাহফিল হতদরিদ্র পরিবারের সদস্যদের মাঝে আর্থিক এবং সঞ্চয় ব্যবস্থাপনার প্রশিক্ষণ নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে শ্রীমঙ্গলে সনাক-টিআইবির মানববন্ধন ফটিকছড়িতে ইফতার মাহফিলে অধ্যক্ষ নুরুল আমিন আমরা ইনসাফপূর্ণ রাষ্ট্র গঠন করতে চাই মাদারীপুরে খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব আতাউল্লাহ আমীন একটি কল্যাণ রাষ্ট্র গঠন করার জন্য ঐক্যবদ্ধ প্রার্থী দেয়া হবে জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা নওগাঁয় ২৫০ জন কুরআনের হাফেজকে সংবর্ধনা

এডিবির প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মাসাতো কান্দা

খবরপত্র ডেস্ক:
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১১তম সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মাসাতো কান্দা। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে এডিবির নতুন প্রেসিডেন্ট জানান, এই গুরুত্বপূর্ণ মুহূর্তে এডিবি প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। আমাদের ৬৯ সদস্যের আস্থা এবং আমাদের কর্মীদের দৃঢ় সমর্থনের মাধ্যমে, আমি টেকসই, অন্তর্ভুক্তিমূলক এবং স্থিতিস্থাপক প্রবৃদ্ধির প্রচারের জন্য এডিবির লক্ষ্যকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে আমরা উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবিলা করবো, নিশ্চিত করবো যে এডিবি এই অঞ্চলের অংশীদার হিসেবে ভূমিকা রাখবে।
এডিবি জানায়, শ্রেষ্ঠত্ব এবং উদ্ভাবনের উত্তরাধিকার অব্যাহত রেখে মাসাতোগু আসাকাওয়ার স্থলাভিষিক্ত হবেন কান্দা। আন্তর্জাতিক অর্থ ও উন্নয়ন নীতিতে প্রায় চার দশকের অভিজ্ঞতাসম্পন্ন মাসাতো কান্দা তার দূরদর্শী নেতৃত্ব এবং বাজারের অস্থিরতার সময়কালে তার সিদ্ধান্তমূলক হস্তক্ষেপের জন্য ব্যাপকভাবে স্বীকৃত। জাপানের আন্তর্জাতিক বিষয়ক উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি উদ্ভাবনী আর্থিক সমাধানের পথিকৃৎ এবং বাজার স্থিতিশীল করতে সহায়তাকারী নীতিগত পদক্ষেপগুলো পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।
বিজ্ঞপ্তিতে গভর্নরসের চেয়ারম্যান ফ্যাবিও প্যানেট্টা বলেন, মাসাতো কান্দা এডিবিতে প্রচুর অভিজ্ঞতা এবং একটি সতেজ দৃষ্টিভঙ্গি নিয়ে এসেছেন। জটিল আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে তার প্রমাণিত ট্র্যাক রেকর্ড তাকে আমাদের শক্তি তৈরি এবং উদীয়মান সুযোগগুলো কাজে লাগানোর ক্ষেত্রে আমাদের পথ দেখানোর জন্য সহায়ক হবে। এডিবির নতুন প্রেসিডেন্ট কান্দা বিজ্ঞপ্তিতে আরও জানায়, আমি আমাদের সংস্থার মধ্যে সম্মিলিত দক্ষতা কাজে লাগাতে এবং রূপান্তরমূলক পরিবর্তন আনার জন্য আমাদের অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে প্রস্তুত। আমাদের লক্ষ্য থাকবে বাস্তবমুখী পদক্ষেপের ওপর। যা বাস্তব ফলাফল প্রদান করে, নিশ্চিত করে যে আমাদের সমর্থন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের মানুষের জীবনে স্থায়ী উন্নতি বয়ে আনবে।
এডিবি জানায়, মাসাতো কান্দার নিয়োগ এডিবির চলমান বিবর্তন এবং উন্নয়নশীল সদস্য দেশগুলোর গতিশীল চাহিদা পূরণের প্রতিশ্রুতিকে তুলে ধরে। ব্যাংকটি কৌশলগত প্রবৃদ্ধির একটি নতুন পর্যায়ে যাত্রা শুরু করার সঙ্গে সঙ্গে, তার নেতৃত্ব এডিবির শক্তিশালী উত্তরাধিকারের ওপর ভিত্তি করে গড়ে উঠবে।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com