সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ০২:১৯ অপরাহ্ন

খুলনায় দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন

আনন্দ কুমার স্বর খুলনা
  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫

দুই দিনব্যাপী তথ্যমেলার উদ্বোধন অনুষ্ঠান মঙ্গলবার দুপুরে নগরীর জাতিসংঘ শিশু পার্কে অনুষ্ঠিত হয়। খুলনা জেলা প্রশাসন, সচেতন নাগরিক কমিটি (সনাক) এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) দেবপ্রসাদ পাল বলেন, সুশাসন ও জনগণের অধিকার সুনিশ্চিত করতে তথ্যের কোন বিকল্প নেই। প্রত্যেকেরই তথ্য জানার অধিকার আছে। তথ্য অধিকার আইনের সঠিক বাস্তবায়ন দরকার। সেলক্ষ্যে সকল প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছে। প্রত্যেক প্রতিষ্ঠানে তথ্য প্রদানের জন্য একজন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন। তবে তথ্য চাওয়ার ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্য চাইতে হবে, তাহলে সঠিক তথ্য পাওয়া যাবে। তিনি আরও বলেন, নতুন বাংলাদেশ গঠনে তথ্যমেলা জনগণকে তথ্য দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার দপ্তরের উপপরিচালক মোঃ ইউসুপ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তৃতা করেন মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মোঃ কুতুব উদ্দিন, ডেপুটি পোস্ট মাস্টার জুবায়দা গুলশান আরা, বিভাগীয় পাসপোর্ট অফিসের পরিচালক মোঃ আবু সাঈদ, প্রাথমিক শিক্ষা দপ্তরের বিভাগীয় উপপরিচালক ড. মোঃ শফিকুল ইসলাম ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা খুলনা অঞ্চলের উপপরিচালক মোঃ কামরুজ্জামান।
স্বাগত বক্তৃতা করেন খুলনা সনাকের সভাপতি অধ্যাপিকা রমা রহমান। দুই দিনব্যাপী এ তথ্যমেলা ২৫ ও ২৬ ফেব্রুয়ারি চলবে। মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ, উপস্থিত বক্তৃতা, চিত্রাংকন প্রতিযোগিতা, প্রশ্ন উত্তর পর্ব অনুষ্ঠিত হবে। এছাড়াও থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুর্নীতিবিরোধী নাটক।




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com