বেসরকারি সংস্থা বারসিকের আয়োজনে সকাল ১০ টায় জেলার কর্ম দক্ষ নানা পেশার সুধি মহলের বিভিন্ন জনংগঠনের (কৃষক-কৃষাণী, নারী-পুরুষ, কিশোর-কিশারী, যুব, প্রবীণ, দলিত, জেলে, কামার, কুমার, কুটির শিল্পী, আদিবাসী সংগঠনের জেলা উপজেলার সবুজ সংহতি কমিটি, উপজেলা ও জেলা শিক্ষা-সংস্কৃতি-পরিবশ বৈচিত্র্য রক্ষা কমিটি, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ, কেটস এন্ড ডগস, সেভ দ্যা এনিমেল) প্রতিনিধিদের অংশগ্রহণে নেত্রকোণা সদর উপজেলা পরিষদ হল রুমে প্রাণ-প্রকৃতি-পরিবেশ সুরক্ষায় নেত্রকোণা জনসংগঠন সমন্বয় সভা” অনুষ্ঠিত হয়েছে। নেত্রকোণা জেলা জনসংগঠন সমন্বয় কমিটির আহবায়ক জেলা জনসংগঠন সমন্বয় কমিটির আহবায়ক সায়েদ আহম্মেদ খান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) মোঃ রফিকুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে সহকারী ভূমি কমিশনার মোঃ হাসির-উল-আহসান, অধ্যক্ষ আনোয়ার হোসেন, মোঃ নাফিউর রহমান (যুগ্ন সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ), সহকারী অধ্যাপক মোঃ নাজমূল কবীর সরকার, সাবেক জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম মোখলেছুর রহমান খান। অতিরিক্ত জেলা প্রশাসক প্রধান অতিথির বক্তব্যে জনসংগঠন সমন্বয় সভায় নেত্রকোণার প্রাণ-প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় প্রস্তাবিত সুপারিশগুলো জেলা প্রশাসনকে দেয়ার পরামর্শ দেন যাতে জেলা প্রশাসন সুপারিশগুলো অনুসরণ করে প্রকল্প গ্রহণ করতে পারে। সমন্বয় সভায় জনসংগঠনের প্রতিনিধীগণ, পরিবেশ কর্মী, গবেষক, শিক্ষক, বিশ্ব: শিক্ষার্থীরা নেত্রকোণা পৌর এলাকাসহ এলাকার সকল নদী-নালা, খাল-বিল, ছড়া, হাওর, পুকুর, জলাশয় দূষণ, ভরাট ও দখল রোধে করণীয় বিষয়ে বেশকিছু প্রস্তাবনা ও সুপারিশ তুলে ধরে সুপারিশ ও প্রস্তাবনাগুলো জেলা প্রশাসনকসহ সংশ্লিষ্ট বিভাগ ও প্রতিষ্ঠানে পৌছে দেয়ার প্রস্তাব করেন। বারসিক নেত্রকোণার আঞ্চলিক সম্ন্বকারী অহিদু রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন বারসিকর পরিচালক জনাব সৈয়দ আলী বিশ্বাস। অনুষ্ঠানে কলমাকান্দা, মদন, আটপাড়া, নেত্রকোণা সদর, তারাকান্দা কেন্দুয়া উপজেলার জনসংগঠনের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।