গতকাল বৃহস্পতিবার সকালে দুপচাঁচিয়া উপজেলায় দুটি শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপচাঁচিয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে প্রধান শিক্ষক আবুল বাসারের সভাপতিত্বে বিদায়ী সভায় বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক শামছুল আলম, মেজবা উদ্দীন বেগ, মোহসিনা আখতার খানম, বিদায়ী ছাত্রীদের মধ্যে সাদিকা জান্নাত, আদিয়াত ফেরদৌসী প্রমুখ। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, সহকারী শিক্ষক মাওলানা নজরুল ইসলাম। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক নূরনবী সরদার। অপর দিকে দুপুরে বিডিএম আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান বিদ্যালয় মাঠে অধ্যক্ষ আব্দুর রউফ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.এম বেলাল, ওয়ার্ড বিএনপির সভাপতি সরোয়ার হোসেন, মাহবুবুর রহমান মাফু, ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি মোসলিম উদ্দীন, সহকারী শিক্ষক আনোয়ার হোসেন, চম্পা বেগম, বিদায়ী শিক্ষার্থী সাদিয়া আক্তার বিথি ও দশম শ্রেণির ছাত্রী সাদিয়া আক্তার তমা। পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, মাওলানা মহিউদ্দীন। সমগ্র সভাটি পরিচালনা করেন, সহকারী শিক্ষক শহিদুল ইসলাম।