ঢাকার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চড়াইল নূরুল হক উচ্চ বিদ্যালয়ে এক সংবর্ধণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে বিদ্যাপিটটির নব গঠিত এডহক কমিটির সদস্য ও এসএসসি বিদায়- ২৫ কৃতি শিক্ষার্থীদের পরিচিতির মাধ্যমে সম্মানিত করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রাঙ্গনে উক্ত শিক্ষা প্রতিতষ্ঠানটির সভাপতি মো. সামসুল হক (লিটন) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেরাণীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. সোরহাব। বিদ্যাপিটটির প্রধান শিক্ষক মো. জসিম সিকদার এর ধন্যবাদান্তে আরো উপস্থিত ছিলেন বিএনপির নেতা মো. নুরুল ইসলাম মিলন, মো. মেজবা উদ্দিন মিজু, মো. আনকু, সায়রা বেগম পলি, মো. আব্বাস উদ্দিন, আজাদ হোসেন সুমন, সাজ্জাদ হোসেন মাসুম প্রমূখ। প্রধান অতিথি সোরহাব কৃতি শিক্ষার্থীদের হাতে ফুল ও ক্রেস্ট দিয়ে তাদের উদ্দ্যেশে তার বক্তব্যে বলেন, শিক্ষাই জাতির মেরু দন্ড। এর কোন বিকল্প নেই। দেশের ক্লান্তি লগ্নে শিক্ষার্থীরাই এগিয়ে এসে দেশকে রক্ষা করে। গত ৩৬ জুলাইয়ের দিক লক্ষ্য করলেই বুঝা যায়, দেশ এখন কারা চালাচ্ছে। দেশ ও দশের প্রয়োজনে শিক্ষার্থীরাই জেগে উঠে। তাই শিক্ষার্থীদেন ভাল করে সুশিক্ষিত হযে দেশ গড়তে আহবান জানান। উক্ত বিদায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষিকা সাহেনুর বেগমকেও বিদায় জানানো হয়।