মাহে রমজান উপলক্ষ্যে রোজার পবিত্রতা রক্ষায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে পদযাত্রা করেছে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন। শনিবার ০১লা মার্চ সকাল ১১টায় বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসেরর কার্যালয়ের সামনে থেকে পদ যাত্রাটি শুরু হয়ে পৌর বাজার প্রদক্ষিন করে ইসলামি ফাউন্ডেশন কার্যালয় (মডেল মসজিদ) পর্যন্ত গিয়ে শেষ হয়। ইসলামি ফাউন্ডেশন কার্যালয় মডেল মসজিদে আসন্ন রমজানের পবিত্রতা এবং দ্রব্যমুল্যেও উর্দ্ধগতি নিয়ে আলোচনা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান-উজ্জামান। এ সময় তিনি বলেন “আসন্ন মাহে রমজানের পবিত্রতা রক্ষায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যেই এই র্যালির আয়োজন। রমজান মাসে কোন ব্যবসায়ী সিন্ডিকেট করে পণ্যের দাম বাড়ালে এবং বাজারে কৃত্তিম সংকট সৃষ্টি কারীদের আইনের আওতায় আনা হবে। উপজেলা প্রশাসন সব সময় বাজার মনিটরিং করবে। রমজান মাসের পবিত্রতা রক্ষার জন্য দিনের বেলায় সকল হোটেল রেস্টুরেন্ট বন্ধ, সকল অনৈসলামিক কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। র্যালিতে উপজেলার সর্বস্তরের নাগরিক গণ স্বত:স্ফুর্ত অংশকরে।