তোমার আমার বাংলাদেশে ভোট দিবো মিলেমিশে” এই শ্লোগানকে সামনে রেখে ২ মার্চ (রবিবার) বেলা সাড়ে ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্নাঢ্য র?্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বর্ন্যাঢ্য র?্যালী ও শীভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদিক্ষন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও জাকিয়া সুলতানার সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ নজরুল ইসলামের সঞ্চালনায় “তোমার আমার বাংলাদেশে’ ভোট দিবো মিলেমিশে” প্রতিপাদ্য বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিটুল রায়, মৎস্য কর্মকর্তা মোঃ মেহেদী হাসান, প্রকল্প কর্মকর্তা নুরুন্নাহার বেগম, সমাজসেবা কর্মকর্তা কাজী শামীম আহম্মেদ, পল্লী উন্নয়ন কর্মকর্তা সমীর বৈদ্য, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিক বৃন্দ।