তোমার আমার বাংলাদেশে ভোট দিব মিলেমিশে এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানের লামায় ৭ম জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ বেদারুল ইসলামে সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লামা উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক পৌর মেয়র মোঃ আমির হোসেন, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আবু হানিফ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের মিয়া, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম কর্মী প্রমূখ। এ সময় আলোচনা সভায় বক্তারা জাতীয় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরেন। সেই সাথে ১৮ বছর বয়স হলেই ভোটার তালিকায় নাম নিবন্ধন করে দেশের নাগরিক হিসেবে একজন যোগ্য ভোটার হয়ে ভোটাধিকার প্রয়োগ ও বাংলাদেশী নাগরিক ছাড়া যাতে কোন রোহিঙ্গা ভোটার না হতে পারে সেই দিকে সকলের দৃষ্টি রাখতে আহবান জানান।