সোমবার, ১৪ এপ্রিল ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

হ্যাকারদের থেকে বাঁচতে হোয়াটসঅ্যাপে নতুন ফিচার

আইটি ডেস্ক:
  • আপডেট সময় সোমবার, ৭ এপ্রিল, ২০২৫

হোয়াটসঅ্যাপে সারাক্ষণ অসংখ্য চ্যাট করছেন, অডিও, ভিডিও কলে যুক্ত হচ্ছেন। হ্যাকারদের থেকে এসব চ্যাট সুরক্ষিত রাখা মুশকিল বটে। যদিও হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি। তারপরও হ্যাকাররা নতুন নতুন ফাঁদ তৈরি করছে অপরাধের। এবার একটি নতুন সিকিউরিটি ফিচার লঞ্চ করতে চলেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ওয়েবিটাইনফো জানিয়েছে, হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে আসতে চলেছে এই সিকিউরিটি ফিচার। নতুন এই ফিচারের নাম অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সনে এই ফিচার চালু হলে বহারকারীদের মিডিয়া শেয়ারের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আসবে। এর পাশাপাশি যিনি মিডিয়া শেয়ার করছেন, তার গ্যালারিতে ওইসব মিডিয়া আপনাআপনি সেভ হওয়ার বিষয়টিও বন্ধ করা যাবে। এছাড়াও চ্যাট হিস্ট্রি কাউকে পাঠানোর ব্যাপারেও ব্লক করার পরিষেবা চালু করতে পারে হোয়াটসঅ্যাপের এই নতুন ফিচার।
তার সঙ্গে থাকতে পারে ইউজারদের নিরাপত্তার জন্য আরও অনেক প্রয়োজনীয় সিকিউরিটি ফিচার। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েডে এই অ্যাডভান্স চ্যাট প্রাইভেসি ফিচারের সাহায্যে বিভিন্ন সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
একবার এই ফিচার চালু করে দিলে একজন ইউজার হোয়াটসঅ্যাপে অন্য ব্যবহারকারীর থেকে যেসব ছবি, ভিডিও পাবেন, সেগুলো আর আপনাআপনি ডিভাইসের গ্যালারিতে সেভ হয়ে যাবে না। সেন্ডারের জন্য ফিচার চালু থাকলে রেসিপিয়েন্ট অর্থাৎ যিনি ছবি-ভিডিও পাবেন, তার ডিভাইসের গ্যালারিতে মিডিয়া ফাইলগুলো সেভ হবে না নিজে থেকে।
নতুন এই সিকিউরিটি ফিচার হোয়াটসঅ্যাপে কবে চালু হবে তা এখনো স্পষ্ট নয়। তবে কাজকর্ম চলছে বলে অনুমান, হয়তো আর বেশি দেরি নেই। হোয়াটসঅ্যাপের আগামী কোনো ভার্সনে এই ফিচারের সুবিধা পাবেন ব্যবহারকারীরা।
এখনই এই ফিচার চালু হচ্ছে না। কিন্তু কাজকর্ম শুরু হয়ে গিয়েছে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েট অ্যাপের বিটা ভার্সন ২.২৫.১০.৪-এই মাধ্যমে নতুন ফিচারটি পাওয়া যাচ্ছে। তবে এই ফিচার কিন্তু অপশনাল। অর্থাৎ ইউজার চাইলে ব্যবহার করতে পারেন, না চাইলে করবেন না। অ্যাপের সেটিংসে গিয়ে ফিচার অফ করে দিলেই তা আর চালু থাকবে না। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




শেয়ার করুন

এ জাতীয় আরো খবর









© All rights reserved © 2020 khoborpatrabd.com
Theme Developed BY ThemesBazar.Com