গতকাল সোমবার ফরিদপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের ১ম দিনের বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে ২য় দিনের ইভেন্ট (২০০ মিটার দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প) অনুষ্ঠিত হয়। এ কার্যক্রম শুরু হয় রোববার পুলিশ লায়ন্স মাঠে। এসময় সার্বিক নিয়োগ কার্যক্রম পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের এডিশনাল ডিআইজি (অবস্) মোঃ সিদ্দিকুর রহমান, উক্ত নিয়োগ বোর্ডের সভাপতি ও ফরিদপুর পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল পিপিএম এর সার্বিক তত্বাবধায়নে নিয়োগ কমিটি ও নিয়োগ কাজে নিয়োজিত সকল পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সগন স্বচ্ছ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ০২ দিনের নিয়োগ কার্যক্রম সম্পন্ন করেন। উক্ত কার্যক্রমে দৌড়, পুশআপ, লং জাম্প ও হাই জাম্প শেষে যোগ্য প্রার্থীদের কোন প্রকার দালালচক্রের সাথে আর্থিক লেনদেন না করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার মোঃ আব্দুল জলিল। উক্ত নিয়োগ কার্যক্রমে বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার গোসাইরহাট (সার্কেল) মোঃ তানভীর হোসেন পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (টাঙ্গাইল সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকীসহ ফরিদপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আজ মঙ্গলবার তৃতীয় দিনের বাছাই অনুষ্ঠিত হবে, যার মধ্যে ১৬ শত মিটার দৌড় ইভেন্ট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়া অন্যান্ন ইভেন্টও অনুষ্ঠিত হবে।