বগুড়ার রেলওয়ে স্টেশন এলাকায় ছাত্রদল নেতাকর্মীর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে। পরিকল্পিত হামলায় জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে জেলা ছাত্রদল। ট্রেনের নারী যাত্রীদের হেনস্তা করার প্রতিবাদ করায় ছাত্রদল নেতা জোবায়েরসহ চারজনকে ছুরিকাঘাত করে সন্ত্রাসীরা। গতকাল সোমবার দুপুরে বগুড়া শহরের শহীদ খোকন পার্কের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ইয়াকুবিয়া মোড়ে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাবেক এমপি মোশারফ হোসেন। জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশের সঞ্চালনায় বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন চাঁন, বগুড়া শহর বিএনপির সভাপতি হামিদুর হক চৌধুরী হিরু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। গত শনিবার রাত নয়টার দিকে রেলওয়ে স্টেশনে ট্রেন থেকে যাত্রী নামার সময় ভিড়ের মধ্যে ছাত্রদল নেতাকর্মীরা হামলার শিকার হন। আহতরা হলেন-বগুড়া চকসূত্রাপুর এলাকার জোবায়ের হোসেন(২৩), পিয়াল(২০), নাঈম আহমেদ(১৮) এবং তানভীর রহমান(২০)। তারা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনে নারীদের সঙ্গে অশোভন আচরণের প্রতিবাদ করায় সন্ত্রাসীরা হামলা করে বলে দাবি করেছেন আহতরা। তিনজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ১২ জনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেন ছাত্রদল নেতা জোবায়েরের বাবা ফারুক হোসেন। তার দাবি, হামলাকারী ইমন, মঈন ও মুন্না পেশাদার ছিনতাইকারী। নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ জানিয়ে সন্ত্রাসীদের আইনের আওতার এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।